আবাহনীর চিন্তায় চোট ও ক্লান্তি

৪৮ ঘণ্টার কম সময় আগে আবাহনী সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে সেমিফাইনাল খেলেছে। ১২০ মিনিট তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের দুই দিনের মধ্যে আবার ম্যাচ খেলতে নামছে আবাহনী। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টে ফাইনালে তাদের প্রতিপক্ষ পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস বলেন, ‘দুই দিন আগে আমরা সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে সেমিফাইনাল খেলেছি। তো রিকভারিটা এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু মাঝে খুব বেশি সময় পাইনি। এ কারণে রিকভারির দিকে এবং ফাইনালের জন্য ছেলেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার দিকে বেশি মনোযোগ দিচ্ছি।’
কোচের সঙ্গে অধিনায়ক নবীব নেওয়াজ জীবনও একমত, ‘কোচও বললেন আমরা আসলে অনেক ক্লান্ত। দুই দিন পর পর খেলা হচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত রিকভার করার জন্য। কাল আমরা ইনশাল্লাহ মাঠে যাব জয়ের জন্য।’
সেমিফাইনালে ব্রাজিলিয়ান ডার্লিংটন খেলতে পারেননি চোটের জন্য। অধিনায়ক রাফায়েল দ্বিতীয়ার্ধে ইনজুরিতে ব্যাথা পেয়ে উঠে গেছেন। দুই জনের ফাইনাল মিস করার সম্ভাবনা আছে। ফাইনালের আগের দিন কোচ এই চাপ এড়াতে চাইলেন, ‘চোট নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমি মনে করি কঠিন ম্যাচগুলো খেলোয়াড়দের পরখ করে নিতে আরও সাহায্য করে। আমি মনে করি না আমাদের মাঝমাঠে বড় কোনো সমস্যা আছে।’
রহমতগঞ্জের কাছে হেরেছিল আবাহনী। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন তিনি, ‘হারটি আমার মনে আছে। আমি এগুলো ভুলি না। তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। জিলানীকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমি মনে করি, সে চমৎকার একজন কোচ। সানডে দারুণ গোল স্কোরার। নিশ্চিতভাবে আগামীকাল সে তার সেরা ফুটবল খেলবে। তাকে জায়গা দেওয়া যাবে না।’
এজেড/এমএইচ