একাদশ নিয়ে সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে

আধুনিক ক্রিকেট সংস্কৃতিতে বেশ পরিবর্তন এসেছে। বিশেষ করে টেস্ট ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেই ম্যাচের একাদশ জানিয়ে দেয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো। তবে সে সংস্কৃতি এখনই গায়ে মাখতে নারাজ বাংলাদেশ দল। বুধবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে টাইগার একাদশ কেমন হবে, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে হবে বলে জানালেন মুমিনুল হক।
করোনার কারণে বেশ বড় দল দিয়েছেন নির্বাচকরা। উইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ টেস্টের জন্য ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। এই দলে তামিম ইকবাল সহ ওপেনার আছেন সর্বমোট চারজন। সাদমান ইসলাম, নাজমুল হাসান শান্ত, সাইফ হাসানের মধ্য থেকে কাকে সুযোগ দিবে টাইগার টিম ম্যানেজমেন্ট? সাকিব ফেরায় তাকে কোথায় খেলানো হবে? তিনে কে ব্যাট করবেন, সে নিয়েও আছে গুঞ্জন।
আলোচনা আছে উইকেট নিয়েও। ঘরের মাঠে চিরাচরিত স্লো পিচে কয়জন পেসার খেলাবে বাংলাদেশ দল। ৫ পেসারের স্কোয়াডে কাকে রাখা হবে একাদশের বাইরে? স্পিনারই বা খেলবেন কজন? মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসব প্রশ্নের জবাবে সরাসরি কিছু জানাতে পারেননি অধিনায়ক মুমিনুল।
ম্যাচের দিন সকালে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন মুমিনুল।
উইকেট নিয়ে আপাতত কিছু বলা খুবই কঠিন। এটা অনেকাংশে নির্ভর করে আমাদের শক্তিমত্তার উপর। আমরা কেমন শক্তিমত্তা চাচ্ছি, কন্ডিশন কেমন, উইকেট কেমন, সে অনুযায়ীই দল করা হয়।
মুমিনুল হক, টেস্ট অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট
প্রথম ম্যাচের একাদশ সম্পর্কে টাইগার অধিনায়কের জবাব, ‘কাল (বুধবার) সকালে কন্ডিশন বুঝে আমরা সিদ্ধান্ত নিব। তিন পেসার হবে নাকি দুই পেসার হবে তা সকালেই আপনারা জানতে পারবেন। এখন সিদ্ধান্ত নেওয়া বা বলা কঠিন। তামিম ভাইয়ের সঙ্গী কে হবে, সেই সিদ্ধান্তও কাল সকালেই আমরা নিব।’
টিআইএস/এনইউ/এটি