বুলবুলকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিসিবির পেজে ইমরুলের ছবি!

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। কিংবদন্তি ক্রিকেটার! কিন্তু তাকেই কীনা জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজের অ্যাডমিন। বুলবুলকে শুভেচ্ছা জানাতে গিয়ে জাতীয় দলের আরেক ওপেনার ইমরুল কায়েসকে ছবি পোস্ট করে তারা।
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি কিংবদন্তি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের ৫৩তম জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে বিসিবি। যেখানে তারা লেখে, ‘তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, যা ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে দেশের প্রথম টেস্ট ছিল। এটিই দেশের প্রথম টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। শুভ জন্মদিন আমিনুল ইসলাম বুলবুল।’
পোস্টের লেখাটা ঠিকই ছিল। কিন্তু ছবিতেই গোলমাল বাধায় বিসিবি। বুলবুলের জায়গায় ছবি দেয় ইমরুল কায়েসের। মঙ্গলবার অবশ্য ইমরুলেরও জন্মদিন। কিছুক্ষণ পরই অবশ্য পোস্টটি সরিয়ে নেয় তারা। আলাদা আলাদাভাবে শুভেচ্ছা জানায় ইমরুল ও বুলবুলকে। কিন্তু ততোক্ষণে এই ভুল ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
খোদ আমিনুল ইসলাম বুলবুলের চোখেও পড়ল এই ভুল। অস্ট্রেলিয়া প্রবাসী জাতীয় দলের সাবেক অধিনায়ক শেয়ার করেন সেই পোস্ট। যেখানে নিজে কিছু মন্তব্য না করে জন্মদিনের শুভেচ্ছা জানান ইমরুলকে।