টেস্টেও প্রতিবাদী শুরু উইন্ডিজের, সংহতি বাংলাদেশের

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ইস্যুতে বেশ সরব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই হাঁটু গেড়ে বর্ণবৈষম্যের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছে ক্যারিবীয়রা। বুধবার চট্টগ্রাম টেস্টের শুরুতেও দেখা গেল একই চিত্র। লাল বলের লড়াই মাঠে গড়ানোর আগে সফরকারীদের প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গোটা বাংলাদেশ দল।
বর্ণবিদ্বেষ নতুন কোন ঘটনা নয়। বিশ্বজুড়ে যুগ যুগ ধরে সাদা-কালো চামড়ার ভেদাভেদ হয়ে আসছে। তবে অনেকেই এর বিপক্ষে অবস্থান নিলেও আখেরে লাভ তেমন হয়নি বললেই চলে। করোনার মধ্যে গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড ‘হত্যাকাণ্ড’ আরও বেশি প্রতিবাদী করে তুলেছে কৃষ্ণাঙ্গদের। এরপর ক্রিকেট মাঠে সরব প্রতিবাদ করে আসছে উইন্ডিজ দল।
করোনা মহামারির পর তারা যেখানেই খেলতে গেছে, সেখানেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সফরে এসেও। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই একযোগে হাঁটু গেড়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে সফরকারীরা।
ওয়ানডে পর টেস্ট সিরিজ। লড়াইয়ের প্রেক্ষাপট ভিন্ন হলেও প্রতিবাদের ভাষা থাকলো একই। বুধবার সাগরিকা টেস্টের প্রথম বল মাঠে গড়ানোর আগে প্রতিবাদ জানায় ক্যারিবীয়রা। তাদের সাথে সংহতি প্রকাশ করেন তামিম ইকবাল, সাদমান ইসলামরা। পাশাপাশি ম্যাচ অফিশিয়ালরাও নিজ নিজ জায়গায় অবস্থান করে একযোগ হাঁটু গেড়ে প্রতিবাদ জানান।
টিআইএস/এনইউ