রোনালদোর জোড়া গোলে ইন্টারকে হারাল জুভেন্তাস

দুদলের শেষ দেখায় জিতেছিল ইন্টার মিলান। মঙ্গলবার রাতের ম্যাচেও এগিয়ে গেল তারা, তবে জয়টা এবার রয়ে গেল দূর আকাশের তারা হয়ে। ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয়টা পেয়েছে জুভেন্তাস।
নিজেদের মাঠ সান সিরোয় ইন্টার মিলান এগিয়ে গিয়েছিল নবম মিনিটে। নিকো বারেল্লার স্কয়ার করা বলে গোলটি করেন লাওতারো মার্টিনেজ। গোল হজমের পর থেকে প্রতিপক্ষকে সমতাসূচক গোলের জন্য ছেঁকে ধরে জুভেন্তাস। ২৬ মিনিটে ফলও পেল কোচ আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা। নিজেদের বিপদসীমায় হুয়ান কুয়াদ্রাদোকে ফাউল করে দুর্দশা ডেকে আনেন অ্যাশলে ইয়ং। পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো।
দলের জয়সূচক গোলটিও আসে রোনালদোর পা থেকেই। মিলান স্ক্রিনিয়ারের একটা ভুল পাস গোলরক্ষক সামির হান্দানোভিচ ও ডিফেন্ডার আন্দ্রেয়া বাস্তোনির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। সুযোগসন্ধানী রোনালদো কাজে লাগান সুযোগটাকে। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রোনালদোর দল। বিরতিতে এই ব্যবধান নিয়েই যায় বিয়েঙ্কোনেরিরা।দ্বিতীয়ার্ধে চেষ্টা পাল্টা চেষ্টা চলেছে সমানে। তবে গোলের দেখা আর পায়নি দুই দল।
বিরতির ঠিক পর বের্নাদেস্কির শট ঠেকান হান্দানোভিচ। এর কিছু পরেই অ্যালেক্সিস সানচেজের শট গোললাইন থেকে বিপদমুক্ত করেন জুভেন্তাসের তরুণ ডিফেন্ডার মাসিহ দেমিরাল। ইন্টার ৬৮ মিনিটে আরও একটি সুযোগ পায়, তবে এবার বাঁধা হয়ে দাঁড়ান জিয়ানলুইজি বুফন। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্তাস। ইতালিয়ান কাপের ফাইনালে উঠতে হলে তাই জুভেন্তাসের মাঠে দ্বিতীয় লেগে অন্তত ২-০ গোলের জয় পেতেই হবে ইন্টারকে। আজ প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে ন্যাপোলির বিপক্ষে খেলবে আটালান্টা।
এনইউ