মুশফিককে ছাড়িয়ে নতুন উচ্চতায় তামিম

৩৪৪ দিন টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। শেষবার ক্রিকেটের কুলীন এই সংস্করণে মাঠে নেমেছিল ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, ঘরের মাসে জিম্বাবুয়ের বিপক্ষে। ততোদিন ধরেই অপেক্ষায় ছিলেন তামিম ইকবাল, অপেক্ষাটা টাইগারদের হয়ে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার। বুধবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে ছাপিয়ে অপেক্ষার অবসান করলেন তামিম, তবে চূড়ায় উঠেই ফিরতে হলো তাকে।
বাংলাদেশ দলের হয়ে দুই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তামিম। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে ছাপিয়ে এতোদিন এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন তিনি। তামিম কম যাননি টেস্টেও, এই ফরম্যাটে সাকিব কিছুটা পিছিয়ে থাকলেও চূড়া দখলের লড়াইয়ে মুশফিকের সঙ্গে মধুর লড়াই তার।
বুধবার উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ৪৪১৩ রান নিয়ে দেশের হয়ে শীর্ষ রান সংগ্রাহক ছিলেন মুশফিক। এদিন ৯ রান করে তাকে ছাড়িয়ে যান তামিম। মুশফিকের (১৩০ ইনিংস) থেকে ১৪ ইনিংস কম খেলে এখন ৪৪১৪ রান এই বাঁহাতি ব্যাটসম্যানের। তবে রেকর্ড গড়ার পর নিজেকে বেশিদূর টানতে পারেননি তামিম। কেমার রোচের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।
তামিমকে যেন নিজের প্রিয় শিকার বানিয়েছেন রোচ। এখন পর্যন্ত টেস্টে ৪ বার আউট করেছেন এই ওপেনারকে। সবে মিলে ৩০ ইনিংসে রোচের মুখোমুখি হওয়া তামিম ক্যারিবীয় পেসারকে উইকেট দিয়েছেন ১১ বার।
এদিকে সর্বোচ্চ রানের মালিকানা হারানোর পর সেটি পুনরুদ্ধার করার সুযোগ আছে মুশফিকের সামনে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তামিম আউট হলেও এখনো ব্যাটিংয়ে নামেননি মুশফিক।
টিআইএস/এনইউ/এটি