‘নতুন’ ব্রাদার্স ইউনিয়ন গড়ার ডাক

ব্রাদার্স ইউনিয়ন ও শহীদউদ্দিন আহমেদ সেলিম সমার্থক শব্দ। সেই সেলিমের স্মরণে আজ (শনিবার) ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে হয়েছিল দোয়া-মাহফিল। ফুটবলাঙ্গনের অনেকেই সেলিমের স্মরণসভায় এসেছিলেন। তাকে স্মরণের পাশাপাশি ব্রাদার্স ইউনিয়নকে নতুন করে বাঁচিয়ে তোলার আহ্বান জানানো হয়।
বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। আবাহনীর আসলাম হলেও সেলিমের টানে ছুঁটে এসেছিলেন ব্রাদার্স ক্লাবের প্রাঙ্গণে। সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘সেলিম ভাই ব্রাদার্সর প্রাণ পুরুষ। সেই সেলিম ভাইয়ের ব্রাদার্স এখন কঠিন সময়ে। সবাই মিলে ব্রাদার্সের আগের দিন ফেরাতে হবে।’
ব্রাদার্সের বর্তমান ডাইরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহী ক্লাবের প্রতি সেলিমের অবদান তুলে ধরে বলেন, ‘সেলিম ভাই একাধারে ক্লাবের জন্মদাতা, কৃতি খেলোয়াড়, কোচ, সংগঠক। সেলিম ভাই ছিলেন বলেই বাবলু, মহসিনের সৃষ্টি হয়েছে। সেলিম, বাবলু মহসিন সবাই আমাদের তরুণের তারকা।’
আজকের অনুষ্ঠানে ছিলেন ঢাকা ৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা। তিনিও তার বক্তব্যে ব্রাদার্সের সংকটময় সময় কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন এবং তিনি নিজেও পাশে থাকার অঙ্গীকার করেছেন।
মিলাদ মাহফিলের পর সাংসদ বাবলা, ডাইরেক্টর ইনচার্জ মহী, সাবেক কয়েকজন তারকা ফুটবলার, বর্তমান পরিচালক ও স্থানীয় কয়েকজন আলোচনা করেন ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে। সেই আলোচনায় আগামী সাত দিন পর আবার এক মতামত সভার কথা বলা হয়েছে। যেখানে ক্লাবের ভবিষ্যৎ পরিচালনা ও রুপরেখার ব্যাপারে নির্দেশনা থাকবে।
এজেড/এমএইচ