টানা চার ড্র জামালদের

ড্রয়ের বৃত্ত থেকে বের হতেই পারছে না বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দল কলকাতা মোহামেডান। বুধবার লিগে নিজেদের পঞ্চম ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে নিরোয়া এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। এই ড্রয়ে আরও পিছিয়ে পড়ল কলকাতা মোহামেডান। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে জামাল ভূঁইয়ার দল। সমান ম্যাচে নিরোয়ার পয়েন্ট পাঁচ।
পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার উপরে চার্চিল ব্রাদার্স। আই লিগের চ্যাম্পিয়ন দল ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলবে। জামাল ভূঁইয়ার দল ইতোমধ্যে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে।
কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল জামাল ভূঁইয়া দলের। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া গত চার ম্যাচের মতো এই ম্যাচেও একাদশে ছিলেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি রক্ষণ ও আক্রমণভাগের মধ্যে সেতুবন্ধন করেন। জামাল
ভূঁইয়ার বাড়ানো থ্রু বল প্রতিপক্ষ নিরোয়ার জন্য বিপদজনক হলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি কলকাতা মোহামেডান।
জামাল ভূঁইয়া ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা নিয়ে ঢাকা পোস্টকে বলেছিলেন, ‘আমরা প্রতিটি ম্যাচেই ভালো খেলছি। বিশেষ করে মিডফিল্ডের নিয়ন্ত্রণ থাকলেও স্কোরিংয়ে সমস্যা হচ্ছে। এজন্য আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারছি না।’
ম্যাচের আগে জামালদের কোচ জেভিয়া ফিনিশিং লাইন বিশেষ কাজের কথা বলেছিলেন। কিন্তু এই ম্যাচে এর প্রতিফলন পাওয়া যায়নি। কলকাতা মোহামেডানের পরবর্তী ম্যাচ গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে। কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি হবে ৮ ফেব্রুয়ারি।
সুদেভা এফসিকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল কলকাতা মোহামেডান। এরপর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোলূশন্য ড্র, ত্রিদিম রোড ইউনিয়নের সঙ্গে ২-২ ও পাঞ্জাব এফসির সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল মোহামেডান।
এজেড/এমএইচ