ক্লাব ছাড়ার গুঞ্জনে হাওয়া দিচ্ছে রামোসের লাইক

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ভরসার নাম সার্জিও রামোস। মাঠে তার পারফরম্যান্স আর নেতৃত্বই দলটির মূল চালিকা শক্তি। রামোসের ক্ষিপ্রতা, আক্রমণাত্মক মনোভাব দলকে চাঙ্গা করে সবসময়। ভুগতে থাকা রিয়াল মাদ্রিদের আশার আলো তিনি। তবে সেই রামোসেরই রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন চারপাশে।
আর কয়েক মাস পরই রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে রামোসের। কিন্তু এখনো পর্যন্ত স্বাক্ষর হয়নি নতুন কোনো চুক্তি। চারপাশে তাই গুঞ্জন ক্লাব ছাড়ছেন রামোস। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রিয়াল অধিনায়কের দেওয়া এক লাইক সেই গুঞ্জনে বাড়তি হাওয়া দিচ্ছে।
ওই পোস্টটি রিয়ালের এক ভক্তের দেওয়া। যেখানে রামোসের ক্লাব ছাড়ার প্রসঙ্গ তুলে কিংবদন্তিদের সম্মান না দিতে পারার বিষয়টি তুলে আনেন তিনি। ওই পোস্টে ট্যাগ করা হয় রামোসকে। তাতে লাইকও দেন তিনি।
পোস্টে ওই ভক্ত লিখেন, ‘রিয়াল মাদ্রিদ এটা এখন মেনে নিচ্ছে আগামী গ্রীষ্মে রামোস রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছেন। কিংবদন্তির সঙ্গে আমাদের আচরণ এমনই। হৃদয়বিদারক।’
আগামী জুনের ৩০ তারিখ শেষ হবে রিয়ালের সঙ্গে রামোসের চুক্তি। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। এর আগে গত মাসে রামোসের ভাই ও তার এজেন্ট রেনে রামোসের একটি লাইকও বেশ আলোচনার সৃষ্টি করে।
— Alfredo Duro (@alfredoduro1) January 1, 2021
এমএইচ