দেশের ফুটবলে বিশেষ একদিন

বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্সে কক্ষ। ছোট্ট সেই রুমে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও ইউরোপের কোচরা। সবাই এশিয়ার সর্বোচ্চ কোচিং সনদের পরীক্ষার্থী।
মালদ্বীপ জাতীয় দলের সাবেক কোচ, কলকাতা মোহামেডানের কোচসহ আরো অনেকে এই কোর্সে অংশ নিচ্ছেন। পাঁচ মডিউলের এই কোর্স ইতোমধ্যে দুই মডিউল অনলাইনে শেষ। এখন চলছে তৃতীয় মডিউল।
পাঁচদিন ব্যাপী তৃতীয় মডিউল সশরীরে অনুষ্ঠিত হওয়ায় তাই বাড়তি মাত্রা পাচ্ছে। বাংলাদেশ তো নয়-ই দক্ষিণ এশিয়ায় এত বড় কোচিং প্রোগ্রামের অনুষ্ঠান হয়নি। এই কোর্স করতে ইউরোপ, কোরিয়া, জাপান ছুটতেন কোচরা। বাংলাদেশে শীর্ষ কোর্স করতে বিশ্বের নানা প্রান্তের কোচ এসেছেন। আজকের দিনটিকে একটু বিশেষ বলাই যায়।
৩ ফেব্রুয়ারী থেকে প্রিমিয়ার লিগ শুরুর কথা। লিগ শুরুর আগে মারুফ, টিটু, জিলানী, মিন্টু সহ ল্যামোস, অস্কার, শেন লীরাও এই কোর্স করছেন। লিগ সন্নিকটে আবার কোর্সের চাপ। প্রধান কোচরা তাই একটু উভয় চাপেই। শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু সমন্বয় ছাড়া বিকল্প দেখছেন না, ‘লিগ শুরুর আগে অনুশীলন গুরুত্বপূর্ণ। অনুশীলন করাতে হবে পাশাপাশি কোর্সও করব। কারণ কোর্সের এই অংশ মাত্র পাঁচ দিনের। প্রতিটি পার্ট গুরুত্বপূর্ণ।’
ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির বাফুফেতে কিছুটা বাড়তি ক্ষমতাদারির জন্য ফুটবলাঙ্গনে সমালোচনা থাকলেও কোচিং এডুকেশনে তার যোগ্যতা প্রশ্নাতীত। তার উদ্যোগে মূলত বাংলাদেশ এই কোর্স আয়োজন করছে। তার সঙ্গে একজন ইরানিয়ান কোর্স পরিচালকও রয়েছেন।
এজেড/এটি/এনইউ