সেঞ্চুরি নিয়ে মিরাজের চেয়ে বেশি ভয়ে ছিলেন মুস্তাফিজ

নার্ভাস নাইন্টিজ! বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটসম্যানরাও আউট হয়ে ফেরেন ৯০ এর চাপ না নিতে পেরে। এদিক বিবেচনায় মেহেদি হাসান মিরাজের উপর আরও বেশি চাপ ছিল। একে তো আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম শতকের সামনে দাঁড়িয়ে, তার ওপর শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে মুস্তাফিজুর রহমান। তবে এমন পরিস্থিতিতে মিরাজ যতটা না চাপে ছিলেন, তার থেকে বেশি চাপ অনুভব করেছেন মুস্তাফিজ।
২৪৮ রানে যখন ৬ উইকেট হারিয়ে বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হওয়ার পথে। তখন বাংলাদেশ দলের ত্রাতা হয়ে আসেন মিরাজ। পরে যোগ করেন আরও ১৮২ রান। যেখানে মিরাজ একাই তুলেছেন ১০৩ রান। অষ্টম উইকেট জুটিতে তাইজুল ইসলামের সঙ্গে ৪৪ ও নবম উইকেটে নাঈম হাসানের সঙ্গে ৫৭ রান যোগ করেন তিনি। তবে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে বিপাকে পড়তে হয় মিরাজকে।
মিরাজ যখন ৯২ রান নিয়ে ব্যাট করছেন, তখন পরীক্ষিত নাঈম হাসান আউট হয়ে মাঠ ছাড়েন। শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন মুস্তাফিজ। ঘরোয়া বা আন্তর্জাতিক, কোনো জায়গাতেই ব্যাট হাতে খুব বেশি অর্জন নেই মুস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে সে সময় ঠিক কি ভেবেছিলেন মিরাজ?
দ্বিতীয় দিনের খেলা শেষ এক ভিডিও বার্তায় মিরাজ জানান, এনিয়ে তার থেকে বেশি চিন্তায় ছিলেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘মুস্তাফিজ আমাকে বলেছে যে, দোস্ত, আমার খুব ভয় লাগছিল তোর টেনশনে যে, তোর ৯০ হয়ে গেছে, ওখানে যদি আমি আউট হয়ে যাই! কিন্তু আমি ওকে একটা কথাই বলেছি, দোস্ত এটা তোর হাতেও না, আমার হাতেও না। তুই তোর নরমাল ক্রিকেটটা খেল। যদি আমার কপালে থাকে, আল্লাহ্ যদি আমার ওপর রহম করে তাহলে ১০০ হবে।’
নিজের সেঞ্চুরি নিয়ে উচ্ছ্বসিত মিরাজ জানালেন, ‘আমি যখন শুরু করেছি (আন্তর্জাতিক ক্যারিয়ার), তখন আমি হয়তো ভালো ব্যাটিং করতে পারছিলাম না। বাট আমি আস্তে আস্তে চেষ্টা করেছি নিজের উন্নতি করার জন্য। আমি মনে করি, গত কয়েকদিনে যা কাজ করেছি, তা অনেক ভালো হয়েছে। সেটার জন্য হয়তো আজকের ব্যাটিংটা ভালো হয়েছে। আল্লাহ্র রহমতে রান পেয়েছি।’
টিআইএস/এমএইচ