ঢাকা ফুটসাল কাপে চ্যাম্পিয়ন কমফিট

ঢাকা ফুটসাল কাপ ২০২২ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কমফিট কম্পোজিট নিট লিমিটেড। ফাইনালে জেমকন গ্রুপকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে তারা। রোববার রাতে ঢাকার জ্যাফ ফুটসাল গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়।
আটটি করপোরেট টিম নিয়ে এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। দলগুলো হলো- জেমকন গ্রুপ, কিম’স করপোরেশন, কমফিট কম্পোজিট নিট লি. অল জাপান, ফাইবার হোম, জ্ঞানকোষ প্রকাশনী, হোলসেল ক্লাব (যমুনা গ্রুপ) এবং অল স্টারস।
টুর্নামেন্টে অল স্টারসকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন হয় কিম’স করপোরেশন টিম। অন্যদিকে হোলসেল ক্লাবকে হারিয়ে বোল চ্যাম্পিয়ন হয় অল জাপান।
টুর্নামেন্টের স্পন্সর হিসেবে ছিল ইরামন ফাইন্ডেশন ফর স্পোর্টস, কিম’স করপোরেশন, জ্ঞানকোষ প্রকাশনী, অলওয়েল ও সুইফট সল্যুশন।
এমএইচ