কোহলিদের ড্রেসিং রুমে ভারতের কৃষক আন্দোলন

ভারতের সরকারের নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দুই মাসেরও বেশি সময় ধরে ভারতে চলছে কৃষক আন্দোলন। দিল্লির সীমানায় এখনো বসে আছেন লাখো কৃষক। বিষয়টি এখন ভারতের সবচেয়ে আলোচিত ইস্যু। কেবল কৃষকদের মধ্যেই এটি সীমাবদ্ধ থাকেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই আন্দোলন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত মঙ্গল ও বুধবার একাধিক ক্রীড়া ও অভিনয় জগতের তারকা কৃষক বিদ্রোহকে সমর্থন জানিয়ে টুইট করেন।
বিষয়টি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমেই থেমে থাকেনি। পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমেও। শুক্রবার থেকে চেন্নাইয়ে মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যেকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
‘আমরা টিম মিটিংয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সবাই নিজেদের মতামত দিয়েছে এই ব্যাপারে।’
বিরাট কোহলি
এর আগে এক টুইট বার্তায় বিষয়টি সমাধানের আশার কথা জানিয়েছিলেন কোহলি, ‘আমাদের সবাইকে এই মতভেদের সময় একতাবদ্ধ হতে হবে। কৃষকরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এবং আমি নিশ্চিত এই ব্যাপারে একটি ভালো সমাধান আসবে সবপক্ষের কাছ থেকে। যাতে আমরা শান্তি বজায় রেখে সামনে অগ্রসর হতে পারি।’
এমএইচ