আরচ্যারির কাঠগড়ায় ফুটবল ফেডারেশন

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এর ২৪ ঘণ্টা আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম মূলত আরচ্যারি ফেডারেশনের অধীনে।
আরচ্যারি ফেডারেশনের সেই মাঠ এখন আগামী কয়েক মাসে ব্যস্ত সূচি রেখেছে ফুটবল ফেডারেশন এবং সেটি আরচ্যারি ফেডারেশনের সঙ্গে সমন্বয় ছাড়াই। আজ বিকেলে আরচ্যারি ফেডারেশনের সভা কক্ষে ফেডারেশনের সভাপতি লে.জেনারেল (অব.) মইনুল ইসলাম সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।
গতবারও টঙ্গী স্টেডিয়ামে ফুটবল লিগ আয়োজন নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। তখন আরচ্যারি ও ফুটবল উভয় পক্ষ সমন্বয় করেছিল। এবার সেই সমন্বয় হয়নি বলে জানান আরচ্যারি ফেডারেশনের সভাপতি, ‘ফুটবল ফেডারেশন আমাদের সঙ্গে কোনো সমন্বয় করেনি। আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার। এরপরও সাড়া পাইনি।’
আরচ্যারি ফেডারেশনের সহ-সভাপতি সাবেক তারকা হকি খেলোয়াড় ফয়সাল আহসানউল্লাহ এবং স্বয়ং সভাপতিও ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আরচ্যারি ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে ফুটবল ফেডারেশনকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও মৌখিকভাবে ফুটবল ফেডারেশনকে এমন নির্দেশনা দিয়েছিলেন। ফুটবল ফেডারেশন আরচ্যারির সঙ্গে আলোচনা না করেই ফিকশ্চারে সপ্তাহে চার-পাচ দিন করে খেলা দিয়েছে।
ফুটবল ফেডারেশনের সর্বশেষ ফিকশ্চারে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম লেগে ত্রিশটির বেশি ম্যাচ। এত ম্যাচ থাকায় আরচ্যারি দলের ৭৫ শতাংশ অনুশীলন ব্যাঘাত ঘটবে বলে মনে করেন ফেডারেশনের সভাপতি, ‘তারা যে ফিকশ্চার দিয়েছে তাতে আমাদের অনুশীলন চরমভাবে ব্যঘাত ঘটবে। সামনে আমাদের এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশীপ ও আরো অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে। অনুশীলনে ব্যাঘাত ঘটলে সেখানে ভালো পারফরম্যান্স সম্ভব নয়।’
আগামীকাল থেকে খেলা শুরু। আজ সকালের পর থেকেই ফুটবলের সরঞ্জাম প্রবেশ করেছে। এ নিয়ে আরচ্যারি ফেডারেশনের সভাপতির সঙ্গে বাফুফের এক নির্বাহী সদস্যের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। আজ বিকেলে রোমান সানাদের অনুশীলন ছিল। সেই অনুশীলন বন্ধ করতে বাধ্য হয়েছেন কোচ মার্টিন ফ্রেডরিক। আরচ্যার, আরচ্যারি কার্যক্রম অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এজেড/এমএইচ/এটি