গোপীনাথানেই ভরসা রাখল বাংলাদেশ হকি

আগামী ১১ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি। আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে পুনরায় দায়িত্ব পাচ্ছেন গোপীনাথান কৃষ্ণমূর্তি। তিনি বিকেএসপিতে উপদেষ্টা কোচের দায়িত্বে রয়েছেন।
আজ রাজধানীর ফ্যালকন হলে ফেডারেশনের নির্বাহী কমিটির সভা শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘গোপীনাথানের উপরই এএইচএফ কাপের দায়িত্ব দেয়া হয়েছে। অতি সত্ত্বর তিনি দল ঘোষণা করে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন।’
গোপীনাথানের কোচিংয়ে বাংলাদেশ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খুব ভালো পারফরম্যান্স করতে পারেনি। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনের বাইরে থাকা বাংলাদেশ দলের পক্ষে এশিয়ার শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্টে ভালো ফল করাও অসম্ভব ছিল।
একই মৌসুমে দুটি ট্রফি জেতানো কোচ মামুনুর রশীদ জাতীয় দলের কোচ হওয়ার অন্যতম দাবিদার ছিলেন। তার জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ‘গোপীর দায়িত্ব শুধু এএইচএফ কাপের জন্য। এশিয়ান গেমসের কোচের সংক্ষিপ্ত তালিকা সভাপতি মহোদয়ের কাছে রয়েছে। তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
কোচের সিদ্ধান্ত কিছু দিন পর আসলেও গোপীনাথান এশিয়ান গেমসের জন্য খেলোয়াড় তালিকা তৈরি করবেন। ফেব্রুয়ারির মধ্যে এশিয়ান গেমসের জন্য তালিকা সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাছে দিতে হবে।
ইন্দোনেশিয়ার এএইচএফ কাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন একটি স্পন্সর পেয়েছে। অর্ধকোটি টাকার এই স্পন্সরকে হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে পরিচয় করাবে।
এজেড/এটি