‘যোগাযোগের ঘাটতিতে’ চট্টগ্রাম-মিরাজ দ্বন্দ্ব

মেহেদী হাসান মিরাজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ঘটনায় দুই পক্ষকে শুনানির জন্য ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার হওয়া এই শুনানির রায় জানিয়েছে বিসিবি। শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেট বোর্ড জানায়, যোগাযোগের ঘাটতির কারণে এতদূর গড়িয়েছে। ঘটনার জন্য বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছে মিরাজ এবং ফ্র্যাঞ্জাইজি পক্ষ।
আনুষ্ঠানিক বিবৃতিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘আমরা মিরাজ এবং চ্যালেঞ্জার্স কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষই স্বীকার করেছেন কেউই পেশাদার আচরণ করতে পারেননি। পুরো বিষয়টিই যোগাযোগের ঘাটতির কারণে এতোদূর গড়িয়েছে। অথচ বিষয়টি খুব সহজেই মীমাংসা হতে পারতো। তারা বিষয়টি এত দূর পর্যন্ত পৌঁছানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন, পাশাপাশি বোর্ড এবং টুর্নামেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলার দায় স্বীকার করেছেন।’
সঙ্গে যোগ করেন মল্লিক, ‘খেলোয়াড় এবং কর্মকর্তাদের সাথে কথা বলার পর বোর্ড সন্তুষ্ট। এটি পুরোপুরি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অভ্যন্তরীণ সমস্যা ছিল, যা সমাধান হয়ে গেছে। মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়েই ভুল বোঝুবুঝি হয়েছে। তারা ম্যাচের বেশ আগেই মিরাজকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার বিষয়টি জানিয়েছিল। এই মুহূর্তে বোর্ড খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের বিপিএলের প্রতি তাদের দায়িত্ব মনে করিয়ে দিয়েছে।’
শুনানিতে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, বিপিএল গভর্নিং কাউসিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পক্ষে ছিলেন মালিক কে এম রিফাতুজ্জামান ও চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম এবং মেহেদী হাসান মিরাজ।
গত শনিবার মিরাজের পরিবর্তে চট্টগ্রামের হয়ে টস করতে নামেন নাঈম ইসলাম। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জানানো হয়, ‘চাপমুক্ত’ করতে মিরাজকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সূত্র থেকে বলা হয়, সদ্য বিদায়ী কোচ পল নিক্সনের পরামর্শেই সরানো হয় মিরাজকে। তবে যেভাবেই হোক, বিষয়টি একেবারেই ভালো লাগেনি জাতীয় দলের অলরাউন্ডারের।
মায়ের অসুস্থতার দোহাই দিয়ে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন ‘অভিমানী’ মিরাজ। চট্টগ্রামের জার্সিতে আর মাঠে নামতে চান না জানিয়ে এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর চিঠিও দেন তিনি। পরে বেশ নাটকীয়তার পর ঢাকায় ফেরা হয়নি মিরাজের। ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে বসেন বৈঠকে। সেই বৈঠকে হয়েছে বনিবনা। পরে জানানো হয়ছে, মিরাজ কোথাও যাচ্ছেন না। থেকে যাচ্ছেন চট্টগ্রাম দলের সঙ্গে।
টিআইএস/এমএইচ