দুই লাল কার্ড, দুই গোলের ম্যাচ ড্র

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে শেখ রাসেল ও মোহামেডানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। মোহামেডান ম্যাচে প্রথমে লিড নিয়েছিল। ৮৪ মিনিটে শেখ রাসেল ম্যাচে সমতা আনে। দুই গোলের ম্যাচে একটি করে লাল কার্ড দেখেছে দুই দলই।
৪ মিনিটে ডিফেন্ডার আবিদ হোসেনের চতুর এক পাস থেকে ভালো এক আক্রমণে উঠেছিলেন সাদা-কালো অধিনায়ক সুলেমান দিয়াবাতে। মালিয়ান ফরোয়ার্ডের গোলমুখে নেওয়া শট কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন কিরগিজ ডিফেন্ডার আইজার আকমাতভ। নবম মিনিটে সুযোগ এসেছিল শেখ রাসেলেরও। মান্নাফ রাব্বির বাড়ানো পাসে অরক্ষিত অবস্থায় ছিলেন থিয়াগো আমারাল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সোজা বল তুলে দিয়েছেন মোহামেডান গোলরক্ষকের হাতে ।
শেখ রাসেলের বক্সে চাপ ধরে রেখে ২৩ মিনিটেই গোল আদায় করে নেয় মোহামেডান। বাম-প্রান্ত থেকে আবিদ হোসেনের ক্রস থেকে সুলেমান দিয়াবাতের হেডে বল ফিস্ট করে বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন শেখ রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ফিস্টে বল বাতাসে ভাসা অবস্থায় আশরাফুল হক আসিফের হেড, সেখান থেকে আবারও হেড নেন সুলেমান দিয়াবাতে।
বল জালে ঢোকার মুখে হাত দিয়ে বিপদমুক্ত করতে চেয়েছিলেন সাদউদ্দিন। কিন্তু কাজ হয়নি। এগিয়ে যায় মোহামেডান আর হাত দিয়ে বল ধরায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সাদউদ্দিন। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ সুযোগ পেয়েছিল মোহামেডান। মাসুদ রানার উড়িয়ে দেওয়া বলে জাফর ইকবালের মাথা ছুঁয়ে অস্ট্রেলিয়ান অ্যারন জন রেয়ারডনের হেড কোনোরকমে প্রতিহত করেন শেখ রাসেল গোলরক্ষক রানা।
চার মিনিট পরবশেখ রাসেলকে সমতায় ফেরাতে ব্যর্থ দুই ব্রাজিলিয়ান। মোহামেডান গোলরক্ষক সুজনকে ফাঁকা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ ব্রাজিলিয়ান থিয়াগো। ফিরতি বলে উন্মুক্ত জাল পেয়েছিলেন আলটন মাচাদো, তিনিও জড়াতে পারেননি বল।
মোহামেডান দশ জনের শেখ রাসেলের বিরুদ্ধে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি। ৬৪ মিনিটে সাদা কালোরাও দশ জনের দলে পরিণত হয়৷ মাসুদ রানা সরাসরি লাল কার্ড দেখেন। শেখ রাসেল দশ জন নিয়ে ম্যাচে সমতা আনে ৮৪ মিনিটে৷ রহমত মিয়ার কর্ণার কিক থেকে বল পেয়ে বক্সের ভিতর থেকে হেডে গোল করেন কিরগিজ ফুটবলার আইজার আখমাতভ।
এজেড/এটি