চট্টগ্রাম টেস্টে নামতে পারবেন তো সাকিব?

চট্টগ্রামে টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। নতুন করে পাওয়া চোটে দ্বিতীয় দিনের পর শুক্রবার ম্যাচের তৃতীয় দিনেও আর ফেরেননি তিনি। ইনজুরির কারণে ফিজিওর তত্ত্বাবধায়নে থাকলেও দলের সঙ্গেই মাঠে আছেন টাইগার অলরাউন্ডার। শনিবারও কোচিং স্টাফদের সঙ্গে বসে খেলা দেখছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো-চলমান এই টেস্টে কি পাওয়া যাবে সাকিবকে?
এই প্রশ্নের সরাসরি উত্তর নেই। তারপরও দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক মনজুর হোসন চৌধুরী জানালেন, সাকিবের খেলা, না খেলা পুরোটাই নির্ভর করছে টিম ম্যানেজম্যান্টের ওপর। সাকিব যদি মনে করেন খেলবেন, তাহলে বাঁধা নেই। ঢাকা পোস্টকে মনজুর জানান, ‘সাকিব এখন ফিজিওর তত্ত্বাবধায়নে আছেন। চোটের মাত্রা জানতে আমরা আরো সময় ধরে দেখতে চাই তাকে।’
তবে তিনি এই ম্যাচে খেলবে কীনা, সেটি আমাদের হাতে নেই। এটি সাকিবের নিজের ব্যাপার। টিম ম্যানেজমেন্ট আর তিনি যদি মনে করেন, তবে দলের প্রয়োজনে খেলতে পারেন।
মনজুর হোসন চৌধুরী, চিকিৎসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড
২৫ জানুয়ারি উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। সেই চোটের কারণে প্রথম টেস্টে তার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত শঙ্কা উড়িয়ে ফেরেন সাকিব। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬৮ রানের ইনিংস উপহার দেন তিনি।
তবে ম্যাচে দ্বিতীয় দিনে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে আবার ব্যথা পান সাকিব। সেদিন ম্যাচের ১২ ওভার বাকি থাকতে উঠে যান বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। দ্বিতীয় দিনের পাশাপাশি তৃতীয় দিনেও আর মাঠে নামা হয়নি সাকিবের। তৃতীয় দিন স্ক্যান করার পর জানা যায়, পূর্বের ইনজুরি নয়, এবার নতুন করে ঊরুর চোটে পড়েছেন সাকিব। এজন্য তাকে পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
চট্টগ্রাম টেস্টে সাকিব আবার ফিরবেন কিনা, সেটি অবশ্য পরিস্কার করেনি বিসিবি। পর্যবেক্ষণ থাকলেও মাঠে এসেছেন তিনি। প্রথম ইনিংসে সাকিব দলের হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন ৬ নম্বর ব্যাটিং পজিশনে। তবে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৪ উইকেট হারালেও ব্যাটিংয়ে নামেননি সাকিব। তবে কি চট্টগ্রাম টেস্টে আর ফিরবেন না টাইগার অলরাউন্ডার?
টিআইএস/এটি/এনইউ