মাশরাফি-নাঈমকে ছাড়াই খেলতে নেমেছে ঢাকা

বিপিএলের গ্রুপ পর্ব শেষের দিকে। টুর্নামেন্টের এ পর্যায়ে এসে জমে উঠেছে শেষ চারের লড়াই। নিজেদের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে আজ বুধবার মুখোমুখি হয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স ও মাহমুদ উল্লাহ রিয়াদের মিনিস্টার গ্রুপ ঢাকা। তবে এই ম্যাচে দলে নেই মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, আর মোহাম্মদ শাহজাদও।
তিনজনের সঙ্গে একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেনও। তাদের জায়গায় দলে এসেছেন জহুরুল ইসলাম অমি, রুবেল হোসেন, শামসুর রহমান শুভ এবং আজমাতুল্লাহ ওমারজাই।
এই ম্যাচে টস ভাগ্য গিয়েছে মুশফিকের পক্ষে। টস জিতে খুলনা অধিনায়ক নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
মিনিস্টার গ্রুপ ঢাকা:
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ (অধিনায়ক), জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), শুভাগত হোম, আরাফাত সানি, রুবেল হোসেন, ইমরান উজ্জামান, শামসুর রহমান, কায়েস আহমেদ, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী।
খুলনা টাইগার্স:
মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, সৌম্য সরকার, সিকান্দার রাজা, জাকের আলী, খালেদ আহমেদ, নাবিল সামাদ, রুয়েল মিয়া।
এনইউ/এটি