জামালের ফেরার ম্যাচে জামালকে ছুঁল সাইফ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামালের সাইফ স্পোর্টিংও টানা দুই জয় পেল। ফলে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে দুই দলই শীর্ষে অবস্থান করছে। আগের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন না অসুস্থতার কারণে। আজ জামালের ফেরার দিনে দ্বিতীয় জয়ে শেখ জামাল ধানমন্ডিকে স্পর্শ করেছে তার দল।
বুধবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনাল খেলা রহমতগঞ্জকে ৩-১ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব। ১৬ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় সাইফ । নাসিরের থ্রু পাসে বাইলাইনের খানিকটা উপর থেকে মারাজ হোসেনের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ফাহিম। ৪০ মিনিটে সাইফের লিড দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহ। আসরোর গফুরোভের বাড়ানো বল বক্সে পেয়ে রহমতগঞ্জের এক ডিফেন্ডারকে কাটিয়ে দেখে শুনে গতির শটে বল জালে জড়ান ওগবাহ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে সাইফ স্পোর্টিং ক্লাব।
৬২মিনিটে এমেকা ওগবাহর সঙ্গে রসায়ন জমিয়ে তৃতীয় গোল এনে দেন মারাজ হোসেন। মাঝ মাঠ থেকে সতীর্থের দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা দিক বদলিয়ে রহমতগঞ্জের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে কাট ব্যাক করেন এমেকা ওগবাহ, বক্সের ঢুকে ডান পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন মারাজ।
৭১ মিনিটে রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন সানডে চিজোবা, তবে শুধু ব্যবধানই কমিয়েছে। ম্যাচের শুরুর দিকে সাইফের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিল রহমতগঞ্জ কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আর সাইফকে ধরে রাখতে পারেনি। এবারের লিগের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে সাইফ স্পোর্টিং এবং চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটি।
এজেড/এমএইচ/এটি