ইন্দোনেশিয়ায় শ্যুটিংয়ে আরেকটি ব্রোঞ্জ ও রৌপ্য

ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্র্যাঁ প্রিঁ প্রতিযোগিতা থেকে বাংলাদেশে সুখবর এলো। ১০ মিটার টিম পুরুষ এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছে। শোভন, ইউসুফ আলী ও মুন্নার সমন্বয়ে দল রৌপ্য জয় করেছে। এই ইভেন্টে স্বর্ণ সিঙ্গাপুরের।
শোভন ও মুন্না ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে উঠলেও পদক জিততে পারেননি। দলীয় ইভেন্টে রৌপ্য জিতে সেই ব্যর্থতা ঘোচালেন দুজনে।
নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। নাফিসা তাবাসসুম, আতকিয়া দিশা ও সাজিদা হকের সমন্বয়ে দল এই পদক জেতেন। নাফিসা টানা তিন পদক এনেছেন। প্রথম দিন জিতেছিলেন একক ইভেন্টে ব্রোঞ্জ, গতকাল মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ ও আজ দলগত ইভেন্টেও ব্রোঞ্জ।
বাংলাদেশের চার পদকের তিনটিতেই রয়েছেন নাফিসা। ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টে মোহাম্মদ ইউসুফ আলী ও নাফিসা তাবাসসুম জুটি, ১০ মিটার এয়ার রাইফেলে নারী ব্যক্তিগত ইভেন্টে নাফিসা তাবাসসুম ব্রোঞ্জ জিতেছিলেন।
এই টুর্নামেন্ট থেকে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন নতুন নিয়মে পরিচালিত করছে। সেমিফাইনাল,পদকের লড়াইয়ের পদ্ধতিতে ভিন্নতা এনেছে।
এজেড/এনইউ