ভেন্যু বেড়েছে, লিগের দৈর্ঘ্যও বেড়েছে!

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভেন্যু নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। বিশেষ করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী পর্যন্ত মন্তব্য করেছেন। অবশেষে আরচ্যারির ভেন্যু টঙ্গীর শহীদ আহসনাউল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে ফুটবল সরে যাচ্ছে। আজ ছিল টঙ্গীতে শেষ ফুটবল ম্যাচ। ফুটবল টঙ্গী থেকে সরে যাওয়ায় আরচ্যাররা হাফ ছেড়ে বেঁচেছেন।
১৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ রাউন্ড শুরু হওয়ার কথা ছিল। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় খেলা হবে এজন্য এক দিন পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি থেকে চতুর্থ রাউন্ড শুরু হচ্ছে। চতুর্থ রাউন্ডে নতুন তিন ভেন্যুতে খেলা হবে। চতুর্থ রাউন্ডের প্রথম দিন বসুন্ধরা কিংস তাদের হোম ভেন্যু কিংস অ্যারেনাতে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশের। বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। একই দিন বিকেল সাড়ে পাচটায় সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জের মোকাবেলা করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সিলেটে ফ্লাডলাইট থাকায় ম্যাচটি হবে সাড়ে পাঁচটা থেকে। চতুর্থ রাউন্ডে রাজশাহী ও গোপালগঞ্জ ভেন্যুতেও খেলা শুরু হবে।
লিগের অন্যতম ভেন্যু কুমিল্লায় ম্যাচ হবে ষষ্ঠ রাউন্ড থেকে। ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। ২৮ ফেব্রুয়ারি এই ভেন্যুতে প্রথম ম্যাচ হবে ঢাকা মোহামেডান ও শেখ জামালের মধ্যে।
আগের সূচিতে ১৯ মার্চের মধ্যে প্রথম লেগ শেষ হওয়ার কথা ছিল। এখন ভেন্যু বাড়লেও কিছুটা সময় বেড়েছে প্রথম লেগ শেষ হতে। গত তিন রাউন্ডে এক রাউন্ড থেকে আরেক রাউন্ডের মধ্যে এক দিনের বিরতি ছিল। এখন বিভিন্ন জেলায় খেলা হবে এজন্য রাউন্ড টু রাউন্ড বিরতি দুই থেকে তিন দিন করে।
নয় রাউন্ডের পর লিগে দুই সপ্তাহের বেশি বিরতি থাকবে। ২১-২৯ মার্চ ফিফা উইন্ডো। জাতীয় দলের প্রস্তুতি ও ম্যাচের জন্য এই সময় লিগ বন্ধ থাকবে। ২ এপ্রিল রোজা শুরু হতে পারে। এর পরের দিন থেকে লিগের দশম রাউন্ড হবে। প্রথম লেগের শেষ ম্যাচ হবে
৯ এপ্রিল। ১০-২১ এপ্রিল মধ্যবর্তী দলবদলের সম্ভাব্য সময়।
ক্লাবগুলোকে ও মিডিয়ায় নতুন সূচি দিয়েছে ফুটবল ফেডারেশন। এখনো এই সূচি নিয়ে তেমন আপত্তি শোনা যায়নি। নতুন সূচিতে খেলা মাঠে গড়ানো না পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। অতীত অভিজ্ঞতা সেটাই বলে!
এজেড/এনইউ