এবার অশান্তির আগুনে পুড়ছে রোনালদোর ইউনাইটেড!

ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি মৌসুমের শুরুতে পাড়ি জমিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে এরপর থেকে সময়টা ভালো কাটছে না তার, গোলবানে লেগেছে ভাটার টান। এবার শোনা যাচ্ছে, ইউনাইটেডে রীতিমতো অশান্তিতেই ভুগছেন রোনালদো।
ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ র্যালফ র্যাংনিকের সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। জার্মান কোচের কোচিং প্রক্রিয়ায় আর মোটেও আস্থা রাখছেন না পর্তুগিজ এই মহাতারকা। শোনা যাচ্ছে, তিনিসহ ড্রেসিং রুমের শীর্ষ তারকারা বিন্দুমাত্র সাহায্য করছেন না গেগেনপ্রেসিংয়ের জনককে।
লিগে তথৈবচ পারফর্ম্যান্সের কারণে মাঝ মৌসুমে চাকরি চলে গিয়েছিল সাবেক কোচ ওলে গুনার সোলশায়ারের। তার বদলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলে আনা হয়েছিল জার্মান কোচকে। তবে তার পরও ইউনাইটেডের পারফর্ম্যান্সে পরিবর্তন আসেনি। ধারাবাহিকভাবে বাজে পারফর্ম করছে দল, বর্তমানে আছে পঞ্চম অবস্থানে।
এ কারণেই ড্রেসিংরুমে অশান্তি পাল্লা দিয়ে বাড়ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানাচ্ছে এই খবর। সেখানে বলা হয়েছে, রোনালদো ও কোচের মধ্যকার সম্পর্কে ফাটল ধরে গেছে। পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ীর বিশ্বাস ইউনাইটেডের কোচ হওয়ার কোনো যোগ্যতাই নেই তার। ইউনাইটেডে এসে জার্মান এই কোচ রীতিমতো খাবি খাচ্ছেন বলেও বিশ্বাস তার, জানাচ্ছে এএস।
পরিস্থিতিটাকে আরও বেশি খারাপ করেছে গেল শুক্রবার বার্নলির বিপক্ষে রোনালদোকে ‘পারফর্ম করছেন না’ অভিযোগে দলের বাইরে রাখা। রোনালদো চলতি মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতা। কিন্তু শেষ পাঁচ লিগ ম্যাচে গোলের দেখা পাননি তিনি। তার এই পারফর্ম্যান্সেই মূলত চটেছেন র্যাংনিক।
এর ফলে দু’জনের মধ্যকার ফাটলটা ক্রমেই বড় হচ্ছে বলে শোনা যাচ্ছে। এর ছাপটা পড়েছে দলেও। দলের বেশিরভাগ খেলোয়াড় এখন আর বিশ্বাস করছেন না তাদের ওপর। এমনকি সম্প্রতি তার সহকারী ক্রিস আরমাসকে নিয়ে দলের খেলোয়াড়দের ঠাট্টা নিয়েও গুঞ্জন উঠেছে ইংলিশ সংবাদ মাধ্যমে।
এনইউ