ভারানের জোড়া গোলে হুয়েস্কার চোখরাঙানি এড়াল রিয়াল

সময়টা ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের, কথাটা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করে নিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। সে দুঃসময়টা চোখরাঙানি দিচ্ছিল অবনমন অঞ্চলের দল হুয়েস্কার মাঠেও। তবে রাফায়েল ভারানের জোড়া গোলে সেটা কোনোক্রমে এড়িয়েছে রিয়াল, জিতেছে ২-১ গোলে।
শেষ সাত ম্যাচের মাত্র দু’টিতে জয়। তার উপর লেভান্তের কাছে ঘরের মাঠে হারের দগদগে ঘাঁ নিয়ে হুয়েস্কা সফরে গিয়েছিল রিয়াল। তার উপর সেন্টারব্যাক সার্জিও রামোস আর ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডকেও হারিয়েছে ম্যাচের আগে, স্কোয়াডে থাকা খেলোয়াড়ের সংখ্যা নেমে এসেছিল মাত্র ১৭-তে।
ফলে আনকোরাদের বেঞ্চে রেখে কোনোক্রমে দল সাজান কোচ জিদান। এর ছাপ পড়েছে মাঠেও। প্রথমার্ধে দল, বিশেষত আক্রমণভাগ খেলেছে ছন্দহীন ফুটবল। এর সুযোগটাই নিয়েছিল হুয়েস্কা, শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ সাজায় দলটি। তবে রিয়ালের গোলমুখে কোনো শট নিতে পারেনি স্বাগতিকরা।রিয়ালের প্রথম গোলমুখে শটটা আসে ৩৩ মিনিটে। বেনজেমার দূরপাল্লার শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকান স্বাগতিক গোলরক্ষক।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে রিয়ালকে থমকে দিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতি আক্রমণে উঠে আসা হুয়েস্কা ফরোয়ার্ড হাভি গালানের বাঁ পায়ের শটের কোনো জবাবই ছিল না রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার কাছে। মিনিট দুয়েক পর ব্যবধানটা বাড়তেও পারতো। রাফা মিরের শটটা ক্রসবারে প্রতিহত না হলে ম্যাচটা চলে যেত রিয়ালের ধরাছোঁয়ার বাইরেই।
সেটা হয়নি, সে সুযোগটা নিতে ভুল করেনি জিদানের শিষ্যরা। ৫৫ মিনিটে বেনজেমার ফ্রি-কিক ক্রসবারে প্রতিহত হয়, তবে ফিরতি চেষ্টায় সফল হন ভারান, ম্যাচে ফেরে ১-১ গোলের সমতা।
এর মিনিট চারেক পরে এগিয়ে যাওয়ার সুযোগই এসেছিল রিয়ালের সামনে। একক নৈপুণ্যে প্রতিপক্ষ বিপদসীমায় উঠে আসা মার্কো অ্যাসেনসিও দারুণ এক শট নেন, তবে ডিফেন্ডার হোর্সে পুলিদো ঠেকান সেটা।
৬৩তম মিনিটে গোলরক্ষক কোর্তোয়া এগিয়ে আসেন রিয়ালের ত্রাতা হিসেবে। স্প্যানিশ ফরোয়ার্ড মিরের হেডার ঠেকান তিনি।
শুরুর অর্ধে বিবর্ণ রিয়াল এর পরের দশ মিনিটে কমপক্ষে তিনটে সুযোগ পায়। বেনজেমার শট ঠেকান হুয়েস্কা গোলরক্ষক। মার্সেলোর শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর আবারও বেনজেমা দারুণ সুযোগ পেয়ে তা নষ্ট করেন গোলরক্ষকের শরীরে মেরে।
তবে সে আক্ষেপ ৮৪ মিনিটে ঘোঁচান এর আগে রিয়ালকে সমতায় ফেরানো ভারান। টনি ক্রুসের কর্নার থেকে ক্যাসেমিরোর চেষ্টা প্রতিহত হলেও ফিরতি সুযোগে ভারানের শট আছড়ে পড়ে সফরকারীদের জালে।
— Real Madrid C.F. (@realmadrid) February 6, 2021
কষ্টার্জিত এ জয়ে রিয়াল বার্সেলোনাকে টপকে উঠে এসেছে তালিকার দুইয়ে। কাতালানদের থেকে এক ম্যাচ বেশি খেলে ১৩ জয় আর চার ড্রয়ে অর্জন করেছে ৪৩ পয়েন্ট। তিন পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনা অবশ্য আজ রিয়াল বেতিসের বিপক্ষে জিতলেই উঠে আসবে তালিকার দ্বিতীয় স্থানে। লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের অর্জন ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট।
এনইউ