জামালের সেই ভিডিও এবার ‘ফরেনসিকে’ পাঠাচ্ছে বাফুফে

হঠাৎ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ভেন্যু ছাপিয়ে সামনে চলে এসেছে রেফারিং ও জামাল ভূঁইয়া ইস্যু। মুন্সিগঞ্জে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ম্যাচের কিছু ঘটনা নিয়ে আজ বিকেলে ডিসিপ্লিনারি কমিটি সভায় বসেছিল। ফুটবলাঙ্গনে সবার আগ্রহের কেন্দ্রে ছিল অধিনায়ক জামাল ভূঁইয়ার ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি কমিটি।
জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়ার ব্যাপারে রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্ট ছিল তিনি রেফারিকে লাথি দিতে গিয়ে সহকারী রেফারিকে আঘাত করেছেন। মিডিয়া রিপোর্ট, বাফুফের ভিডিওতে তেমন কিছু পাওয়া যায়নি। ফুটবলে রেফারিজ রিপোর্টই প্রায় ক্ষেত্রে বড় আইন এজন্য ডিসিপ্লিনারি কমিটি জামালের বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন।
মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ডিসিপ্লিনারি কমিটির সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘জামাল ভূঁইয়ার উপর বিষয়ে কমিটি আরো অধিকতর তদন্ত করতে চায়। ফরেনসিক রিপোর্ট নেয়া হবে এক্ষেত্রে।’ ফরেসনিক রিপোর্ট নেয়ার কারণ রেফারি ও ম্যাচ কমিশনার উল্লেখ করেছেন জামাল লাথি দিয়েছেন, কিন্তু তিনি অস্বীকার করেছেন ও ভিডিও ফুটেজে সেভাবে স্পষ্ট হওয়া যায়নি বিষয়টি।
জামালের বিষয়টি তদন্তাধীন থাকায় তার সাইফের পক্ষে পরবর্তী ম্যাচগুলোতে খেলায় অংশগ্রহণে বাধা নেই। সেই দিনের ম্যাচের আচরণের জন্য সংশ্লিষ্ট খেলোয়াড়দের সতর্ক ও সাইফ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ডিসিপ্লিনারি কমিটি।
জরিমানা ও সতর্কতা করার কারণ জামালরা সেই দিন তাদের বিপক্ষ পেনাল্টি নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন। সেই পেনাল্টির বৈধতা নিয়ে ফুটবলসংশ্লিষ্ট অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
এজেড/