এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল রোহিতের ভারত

প্রথম ম্যাচে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলকে জয়ে ফেরার আশা ভালোভাবেই দেখাচ্ছিলেন নিকলাস পুরান ও রভম্যান পাওয়েল। আস্কিং রেট মেনে রীতিমতো অঙ্ক কষে তুলছিলেন রান। তবে শেষের চাপটা আর নিতে পারেননি দুজনে। উইন্ডিজ ম্যাচটা হেরেছে ৮ রানে, সিরিজটাও খুইয়েছে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলেছে রোহিত শর্মার ভারত।
শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে টসভাগ্যটা কথা বলেছিল উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ডের পক্ষেই। তবে তিনি নিয়েছিলেন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরুতে ব্যাট করা ভারত। বিরাট কোহলি, ঋষভ পান্তের ফিফটি আর ভেঙ্কেটেশ আইয়ারের ঝোড়ো ক্যামিওতে স্কোরবোর্ডে জমা করে ১৮৬ রানের সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজ শুরুটা করেছিল বেশ ধীরগতির। ১১ ওভার শেষে উইকেট মোটে দুটো হারালেও রান ছিল কেবল ৭৯। ওভারপ্রতি প্রয়োজনীয় রানের সংখ্যা ছিল ১২। সেখান থেকেই শুরু উইন্ডিজের লড়াইয়ের। দীপক চাহার আর রবি বিষ্ণোইয়ের করা ১২ ও ১৩তম ওভারে পুরান আর পাওয়েল মিলে তোলেন সমান ১২ করে রান।
পরের তিন ওভারেও রানের সুতোয় ঢিল পড়তে দিলেন না দুজনে। ১৭তম ওভারে চাহার থেকে আদায় করলেন ১৬ রান। তখন মনে হচ্ছিল, আস্কিং রেট মেনে রান তোলা উইন্ডিজই বুঝি ম্যাচটা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। শেষ তিন ওভারে দলটার দরকার ছিল ৩৭ রান, হাতে আট উইকেট তখনো!
তখনই ছন্দপতন হলো উইন্ডিজের। পুরান আর পাওয়েল ১৮তম ওভার থেকে তুলতে পারলেন মাত্র ৮ রান। বাড়তে থাকা চাপের সুযোগটা নেন ভুবনেশ্বর কুমার, পরের ওভারে দেন মাত্র ৪ রান, ফেরান ৪১ বলে ৬২ রান করে উইন্ডিজের আশা হয়ে থাকা পুরানকে। তাতে শেষ ওভারে রানের প্রয়োজনটা গিয়ে ঠেকে ২৫ রানে।
ক্যারিবীয়দের আশা অবশ্য তখনই শেষ হয়নি। শেষ ওভারে এমন রান তুলে জেতার নজির আছে ওয়েস্ট ইন্ডিজেরই, সেটাও আবার বিশ্বকাপের ফাইনালে। কাকতালীয়ভাবে খেলাটাও হয়েছিল এই ইডেনেই।
তবে হার্শাল পাটেলের করা শেষ ওভারে দুটো ছক্কা হাঁকালেও ২০১৬ সালের স্মৃতি ফেরাতে পারেননি পাওয়েল, হতে পারেননি কার্লোস ব্র্যাথওয়েট। তাতে ৮ রানের হার সঙ্গী হয় দলটির। আর ভারত এক ম্যাচ হাতে রেখেই জিতে যায় সিরিজটা৷
এনইউ