ইমরুল বলেছিলেন, ‘তুই পারবি’

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১০ রান। হাতে ৩ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন পরিস্থিতিতে ম্যাচ থাকে ব্যাটিং দলের পক্ষে। তবে ফাইনাল ম্যাচের চাপ নিতে পারেননি ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা। সফল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আরও নির্দিষ্ট করে বললে বলতে হয়- সফল পেসার শহিদুল ইসলাম। ৮ রান দিয়ে ১ রানের রোমাঞ্চকর জয় এনে দেন কুমিল্লাকে।
ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস জানালেন, শহিদুলের প্রতি আস্থা ছিল তার। শেষ ওভারে এই পেসারের হাতে বল তুলে দিয়ে ইমরুলের টোটকা ছিল- বিদেশিদের ওপর আস্থা রাখতে চান না।
ফাইনাল জয়ের পর ট্রফি হাতে ইমরুলে বলেন, ‘আমি ওকে (শহিদুল) বলেছিলাম- মানুষের জীবনে হিরো হওয়ার সুযোগ সবসময় আসে না। আমি বলেছিলাম- তুই পারবি। বিদেশিদের ওপর আস্থা রাখতে চাই না। আমি চাই তুই এই ম্যাচ জেতা। বলে যেভাবে নির্দেশনা দিয়েছিলাম কোন বল কীভাবে করতে হবে, ও ঠিক তাই করেছে। যার জন্য আমারও সিদ্ধান্ত নিতে, ফিল্ডিং সেটআপ করতে সুবিধা হয়েছে।’
যোগ করেন ইমরুল, ‘১ বলে ৮ রান প্রয়োজন হলে ভিন্ন কথা। ১ বলে লাগতো ৩ রান, যেকোনোভাবে খেলা বের হয়ে যেতে পারে। লাস্ট ডেলিভারি খুব ভালো জায়গায় করেছিল। আমিই ওকে বলেছিলাম। ফিল্ডিং সেটআপ অফ স্টাম্পের বাইরে করেছি। আমি চাই তুমি এই বলটাই করবা। ওটাই করেছে।’
টিআইএস