ঢাকা ক্লাবকে হারাল বনানী ক্লাব

প্রীতির মোড়কে বন্দি ম্যাচটাতে উত্তেজনার কমতি ছিল না। জয়ের সম্ভাবনা ছিল দুই দলেরই। তবে শেষের চমকে বাজিমাত বনানী ক্লাব লিমিটেডের। রোববার প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা ক্লাবকে ৭ রানে হারিয়েছে তারা।
৩০ ওভারের খেলায় বনানী ক্লাব তুলে ২৩৪ রান। জবাব দিতে নেমে ঢাকা ক্লাব থামে ২২৭ রানে। খেলায় বনানী ক্লাবের ইশতিয়াক সাদিক হয়েছেন ম্যাচসেরা।
বনানী ক্লাবের প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ ও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট জনাব খন্দকার মশিউজ্জামান (রোমেল) দুই ক্লাবের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বনানী ক্লাবের মেম্বার এ্যাডমিন, মেম্বার ফিন্যান্স এবং মেম্বার ইনচার্জ স্পোর্ট ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যগন ও ঢাকা ক্লাবের বোর্ড অব ডিরেক্টররা উপস্থিত ছিলেন।