সালাউদ্দিনও মানছেন, সাইফ বাজে রেফারিংয়ের শিকার

ঘরোয়া ফুটবলে আলোচনায় রেফারিং। এবার এই রেফারিং ইস্যুতে মুখ খুললেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলার এক পর্যায়ে রেফারিং নিয়ে মন্তব্য করেন।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সরাসরি বলেন, ‘সাইফ ক্রমাগত ভুল রেফারিংয়ের শিকার হয়েছে। পাশাপাশি পুলিশ ও বসুন্ধরা কিংসের ম্যাচে রেফারির সিদ্ধান্ত বসুন্ধরার পক্ষে গেছে।’
দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সবচেয়ে বড় পদে থেকে তার এই বক্তব্য ফেডারেশনের বিরুদ্ধে যাচ্ছে। এরপরও তিনি ফুটবলের স্বার্থে এই মন্তব্য করেছেন বলে জানান, ‘যেটা ফ্যাক্ট সেটা বলতে হবে। গতকাল হেড অফ রেফারিজের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছিলাম। ভিডিও ফুটেজ, আইন নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছি। এরপরও আজও কথা হয়েছে।’
এই বিষয়ে তার ও ফেডারেশনের অবস্থান নিরপেক্ষ বলে দাবি করেন, ‘আমি কোনো ক্লাবের পক্ষে না আবার বিপক্ষেও না। আমার কাছে সব ক্লাব সমান।’
বসুন্ধরা কিংস আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়েছিল। সাইফ স্পোর্টিং ক্লাবও আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিয়েছে। রেফারিং পরিস্থিতি উন্নতি নিয়ে চেষ্টা করে যাচ্ছেন সালাউদ্দিন, ‘রেফারিদের সঙ্গে আমরা বসছি। আলোচনা করছি। চ্যাম্পিয়ন ও রেলিগেশন ফাইটের ম্যাচগুলোতে বিদেশি রেফারি আনার চেষ্টা করছি।’
বিদেশি রেফারি আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতাও রয়েছে বলে জানান তিনি, ‘করোনা পরিস্থিতিতে অনেক কিছুই জটিল। বিদেশি রেফারি আনতে খরচের বিষয়ও রয়েছে। এরপরও অফিস চেষ্টা বিভিন্নভাবে যোগাযোগ করছে।’
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফে এলিট একাডেমি খেলছে। এলিট একাডেমি মূলত বয়সভিত্তিক পর্যায়ের দল। পেশাদার লিগের দ্বিতীয় স্তরে এই পর্যায়ের খেলোয়াড় ইনজুরির ঝুঁকি থাকে। এই প্রসঙ্গে বাফুফে সভাপতির বক্তব্য, ‘আমি চাই ছেলেরা শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলে তৈরি হোক। তাই তারা এখানে খেলছে।’
এজেড/এটি