ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সাকিব-তামিমদের

ভাষার জন্য জীবন দিয়েছেন-এমন ঘটনা পৃথিবীতে বিরল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালিরা ঘটিয়েছিল এমন ঘটনা। প্রতি বছর এই দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
এই দিনটি পালন করতে দেশজুড়ে করা হয়েছে নানা আয়োজন। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। বাদ যাননি ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা।
নিজের ফেসবুক পেজে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধনী ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
Paying respect to all the greatest children who bravely sacrificed their lives for our mother language. মায়ের ভাষার...
Posted by Shakib Al Hasan on Sunday, February 20, 2022
এমএইচ/এটি