আইপিএলের জন্য পাকিস্তান সিরিজে ‘তারকাদের’ পাবে না অস্ট্রেলিয়া

২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখছে অস্ট্রেলিয়া। মার্চের শুরু থেকেই টেস্ট সিরিজ শুরু। তবে মাসের শেষে শুরু হতে যাওয়া সীমিত ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়ার খেলোয়াড় পাওয়া নিয়ে কিছুটা সংশয়ই তৈরি হয়ে গেছে। মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুর কোনো এক সময় শুরু হবে আইপিএল। ক্রিকবাজ জানাচ্ছে, সে কারণে অস্ট্রেলিয়া বেশ কিছু তারকা ক্রিকেটারকে সেই সিরিজে নাও পেতে পারে।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্য দলের খেলা চলাকালে অন্য কোথাও খেলার অনুমতি নেই। সেই নিয়ম দেখিয়ে অজিদের এক মুখপাত্র ক্রিকবাজকে জানিয়েছেন, ‘এপ্রিলের ৬ তারিখের আগ পর্যন্ত কোনো চুক্তিবদ্ধ ক্রিকেটার আইপিএলে খেলতে পারবে না, চাই সে/তারা পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলুক বা না খেলুক।’
পাকিস্তানের মাটিতে অজিদের টেস্ট সিরিজ শেষ হবে আগামী ২৫ মার্চ, এর চার দিন পর থেকে শুরু হবে তিন ওয়ানডের সিরিজ। তা শেষে আগামী ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি খেলে পাকিস্তান ছাড়বে অজিরা। এরপরই বৈধতা পাবে অজিদের আইপিএলে খেলা।
তবে ক্রিকবাজ জানাচ্ছে, একটা বিকল্প উপায়ও খুঁজে বের করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অজি ‘তারকারা’ সাদা বলের ক্রিকেটে খেলবেন না পাকিস্তানের মাটিতে। টেস্ট সিরিজ শেষ করেই পাড়ি জমাবেন ভারতে। সেখানে করোনা বিধিমালা মেনে কোয়ারেন্টাইন পালন করবেন, যেন এপ্রিলের ৬ তারিখ থেকেই খেলা শুরু করতে পারেন তারা।
সে বিষয়ে ইতোমধ্যেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের কাছে খবর চলে গেছে। এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড়দেরকে ৫ এপ্রিলের আগে আইপিএলে খেলার অনুমতি দেবে না। তবে খেলোয়াড়রা ঠিকই এখানে চলে আসবেন, প্রয়োজনীয় জৈব-সুরক্ষা নিয়ম পালন করবেন এ সময়।’
এর ফলে আগামী ৬ এপ্রিল থেকেই আইপিএলে দেখা মিলবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের, যেটা পাকিস্তানের মাটিতে সাদা বলের ফরম্যাটে খেললে সম্ভব হতো না। সেক্ষেত্রে বাড়তি দশ দিনের মতো সময় ব্যয় করতে হতো অজি খেলোয়াড়দের।
পাকিস্তানের মাটিতে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন অজি ক্রিকেটাররা। সেক্ষেত্রে পাকিস্তানের জৈব সুরক্ষা বলয় থেকে আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে চলে এলেই হতো। কিন্তু এই বিষয়ে সে সম্ভাবনা ক্ষীণ একেবারেই।
সাদা বলের ফরম্যাটে কাদের নিয়ে খেলবে অস্ট্রেলিয়া, তা জানা যাবে আগামী এক দিনের মধ্যেই। এরপরই জানা যাবে আইপিএলের জন্য পাকিস্তানের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হবে না কাদের।
টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সসহ ১৩জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে হয় ধরে রেখেছে অথবা নিলাম থেকে কিনে নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা হলেন- ম্যাথিউ ওয়েড (গুজরাট টাইটান্স), ন্যাথান কোল্টার-নাইল (রাজস্থান রয়্যালস), ন্যাথান এলিস (পাঞ্জাব কিংস), রাইলি মেরেডিথ (মুম্বাই ইন্ডিয়ান্স), শন এবট (সানরাইজার্স হায়দরাবাদ), প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স), জ্যাসন বেরেনডর্ফ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ড্যানিয়েল স্যামস (মুম্বাই ইন্ডিয়ান্স), জশ হেইজেলউড (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মিচেল মার্শ (দিল্লি ক্যাপিটালস), ডেভিড ওয়ার্নার (দিল্লি ক্যাপিটালস), গ্লেন ম্যাক্সওয়েল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মার্কাস স্টয়নিস (লখনউ সুপার জায়ান্টস)। খবর সত্যি হলে পাকিস্তানের মাটিতে ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের ছাড়াই খেলতে হতে পারে অস্ট্রেলিয়াকে।
এনইউ