রিজওয়ানের সেঞ্চুরিতেও স্বস্তিতে নেই পাকিস্তান

আগের দিনের খেলা শেষে পাকিস্তানের একমাত্র আশা ছিলেন মোহাম্মদ রিজওয়ান। কী দারুণভাবেই না সেটা পূরণ করলেন তিনি! লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে করলেন সেঞ্চুুরি। দক্ষিণ আফ্রিকার সামনে দিলেন বড় লক্ষ্য।
তবে তারপরও রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনশেষে স্বস্তিতে নেই স্বাগতিকরা। শেষদিনে ৯ উইকেট হাতে রেখে প্রোটিয়াদের জয়ের জন্য দরকার ২৪৩ রান।
৬ উইকেটে ১২৯ রান নিয়ে রোববার দিন শুরু করে পাকিস্তান। ষষ্ঠ ওভারেই উইকেট হারায় তারা। কেশভ মহারাজের বলে এলবিডাব্লিউ হন হাসান আলি। এরপর ইয়াসির শাহকে নিয়ে লড়াই করেন মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে গড়েন ৫৩ রানের জুটি।
শেষ পর্যন্ত ১৫ চারে ২০৪ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। কিন্তু অন্যপ্রান্তে নোমান আলি ছাড়া কেউই তাকে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি। ৭৮ বলে ৪৫ রান করে রাবাদার বলে আউট হন নোমান।
২৯৮ রানে থামে পাকিস্তানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭০ রানের। সফরকারীদের পক্ষে জর্জ লিন্ডে পাঁচ ও কেশভ মহারাজ তিন ও কাগিসো রাবাদা পান দুই উইকেট।
বড় লক্ষ্যে খেলতে নেমে ভালোভাবেই সব সামলাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১৭ রানে ওপেনার ডিন এলগার ফিরে গেলেও দিনে আর বিপদ হতে দেননি এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন। ৯ চার ও ২ ছক্কায় ১৩১ বলে ৫৯ রানে মার্করাম ও ডুসেন অপরাজিত আছেন ৯৪ বলে ৪৮ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭২
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২০১/১০
পাকিস্তান ২য় ইনিংস: ২৯৮/১০ (রিজওয়ান ১১৫*, নোমান ৪৫,; রাবাদা ১৪-৩-৩৪-২, মহারাজ ৩৮-৪-১১৮-৩, লিন্ডে ২৬-৯-৬৪-৫)।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৪১ ওভারে ১২৭/১ (মারক্রাম ৫৯*, ফন ডার ডাসেন ৪৮*; আফ্রিদি ১০-৪-২২-১,)।
এমএইচ