সাকিবের ‘টেস্ট খেলতে না চাওয়ার’ চিঠি আইপিএল নিলামের আগের

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:২১ পিএম


সাকিবের ‘টেস্ট খেলতে না চাওয়ার’ চিঠি আইপিএল নিলামের আগের

জাতীয় দলে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে সাকিব আল হাসান বেশ কয়েকবারই বিভিন্ন কারণে ‘ছুটি’ চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছিলেন। জাতীয় দলের খেলা থাকায় আলোচনা-সমালোচনার মুখেও পড়তে হয়েছে বেশ। সম্প্রতি আলোচনায় এসেছেন আবারও। কারণটাও ঠিক একই। তবে আজ বোর্ডের অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিষয়টা মোটেও সাম্প্রতিক কিছু নয়, আইপিএল নিলামেরও আগে এমন চিঠি বিসিবিকে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে পাপন বলেন, ৬ মাস টেস্ট থেকে ছুটি চেয়ে বোর্ডকে চিঠি দিয়েছেন সাকিব। বোর্ড সভাপতির সাক্ষাৎকার থেকে এ তথ্য আসায় এ নিয়ে আলোচনার ঝড় শুরু হয় দেশের ক্রিকেটাঙ্গনে।

তবে এই ঘটনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের আগে বলে উল্লেখ করেন জালাল। এরপর গঙ্গা-যমুনায় জল গড়িয়েছে বেশ, সাকিব দল পাননি আইপিএলে। 

সেই কারণেই এখনো কিছু চূড়ান্ত হয়নি। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষেই সাকিবে সঙ্গে আলোচনা করে তার বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত।

এর ব্যাখ্যায় জালাল বলছিলেন, ‘সাকিব আগে চিঠি দিয়েছে, এরপর তার সাথে আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পর ঠিক হয়েছে সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে। (সাকিবের টেস্ট খেলতে না চাওয়ার চিঠি) এটা এখনকার না, আইপিএল নিলামের আগে চিঠি দেওয়া হয়েছিল। অনেকে ভাবছে ইদানীং চিঠি দিয়েছে। ব্যাপারটা তা না। আগেই ঠিক করা ছিল সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে, যখন দক্ষিণ আফ্রিকা যাবে সেখানে টেস্ট খেলবে না কারণ আইপিএল আছে।’ 

যোগ করেন জালাল, ‘এখনও চূড়ান্ত কথাবার্তা হয়নি। যেহেতু একটা সিরিজ চলছে। আশা করি ঢাকার আসার পর মাননীয় সভাপতির সাথে আলোচনা হবে, আমরাও ওর সাথে বসব। বসে সিদ্ধান্ত নিব, কোন ম্যাচগুলোতে ও খেলবে। বোর্ড তো চাইবেই টেস্ট খেলুক। সে অনেক দিন খেলার বাইরে থাকলেও সাকিবের মত অলরাউন্ডার টেস্টে থাকলে দল শক্তিশালী হয়ে যায়। বিষয় হল তার শারীরিক অবস্থা। সে যদি মনে করে বিশ্রাম দরকার সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে আমাদের।’

টিআইএস/এনইউ

Link copied