২ ওভারে ২ উইকেট তাসকিনের, উড়ছে বাংলাদেশ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ ২০২২, ০৬:১৩ পিএম


২ ওভারে ২ উইকেট তাসকিনের, উড়ছে বাংলাদেশ

শুরুতে ডি কক ফিরলেও দক্ষিণ আফ্রিকার আরেক উদ্বোধনী ব্যাটার ইয়ানেমান মালান বাংলাদেশকে শাসিয়েই যাচ্ছিলেন। তবে তাসকিন আহমেদের শিকার হয়ে অবশেষে ফিরলেন তিনি। এর আগের ওভারে তাসকিন ফিরিয়েছিলেন কাইল ভেরেইনাকে। তার দুই ওভারে দুই উইকেটে রীতিমতো উড়ছে বাংলাদেশ।

তাসকিন আহমেদ শুরু থেকেই ছিলেন আগ্রাসী। বোলিং করছিলেন দারুণ। আগের ওভারে ভাগ্যক্রমে উইকেটও পেয়ে গিয়েছিলেন ভেরেইনার। অনেকটা আলগা এক বলে ব্যাট চালাতে গিয়ে স্টাম্পে টেনে আনেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। ফলে ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

পরের ওভারে মালানকে বাড়তি বাউন্সে পরাস্ত করেন তাসকিন। অফস্টাম্পের বাইরের বলটা খানিকটা মুভও করেছিল। সেটাই তাড়া করতে চেয়েছিলেন মালান।

তবে যা চেয়েছিলেন, তা করে দেখাতে পারেননি। উল্টো বলটা তার ব্যাটের কোণা ছুঁয়ে গিয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। শুরু থেকে বিপদজনক ব্যাটারকে ফিরিয়ে বড় এক উইকেটের দেখা পায় বাংলাদেশ।

এনইউ/এটি

Link copied