আইপিএলে মাঠে নেমেই মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল ২০২২, ১০:৫২ পিএম


আইপিএলে মাঠে নেমেই মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স

কোয়ারেন্টাইনে থাকায় খেলতে পারেননি প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচের একাদশে তাকে জায়গা দেয় দিল্লি ক্যাপিটালস। দলের আশার প্রতিদান দেন মুস্তাফিজুর রহমানও। তার দারুণ বোলিংয়ে গুজরাট টাইটেন্সকে ১৭১ রানের বেশি করতে দেয়নি দিল্লি। 

টস হেরে ব্যাট করতে নামা দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত শুরুতেই বল তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে। অধিনায়ককে হতাশ করেননি বাংলাদেশি পেসার। নিজের প্রথম দুই বলে দুই রান দেওয়ার পর তৃতীয় বলেই উইকেট নেন তিনি। 

ম্যাথু ওয়েডকে ক্যাচ বানান উইকেটের পেছনে দাঁড়ানো পান্তের হাতে। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার, কিন্তু পরে রিভিউ নিলে তার সিদ্ধান্ত বদলায়। নিজের প্রথম ওভারে মুস্তাফিজ দেন ৭ রান। 

এরপর আবার পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজকে নিয়ে আসেন পান্ত। এই ওভারে কোনো বাউন্ডারি না খেয়ে মুস্তাফিজ দেন ৬ রান। মাঝের ওভারগুলোতে মুস্তাফিজকে ব্যবহার করেননি অধিনায়ক, জমিয়ে রাখেন ডেথ ওভারগুলোর জন্য।

সেখানেও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের ১৭তম ওভার করতে এসে ৯ রান দেন তিনি। ইনিংসের শেষ ওভারে ৪ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট।

এমএইচ

Link copied