আফিফ-মোসাদ্দেক ঝলকে আবাহনীর কাছে হারল মোহামেডান

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের শুরুতে বড় বাজেটের এক দলই গড়েছিল মোহামেডান। যদিও বিভিন্ন কারণে বাংলাদেশ জাতীয় দলের শীর্ষ সারির তারকাদের পায়নি দলটি। তবে দলে ছিলেন মাহমুদউল্লাহ, মোহাম্মদ হাফিজদের মতো তারকারা। সেই দলটিও হারাতে পারল না আবাহনীকে। আজ মঙ্গলবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হেরেছে ৬ উইকেটে।
টস জিতে ব্যাট করতে নামা মোহামেডান শুরুটা ভালোই করেছিল। তবে ষষ্ঠ ওভারে ভাঙে দলটির উদ্বোধনী জুটি। আব্দুল মজিদ শুরুটা ভালো করেও ফেরেন ১৪ রানে। এরপর রনি তালুকদারকে সঙ্গে নিয়ে মোহাম্মদ হাফিজ গড়েন মোহামেডানের ইনিংস। রনি ওপাশে ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাতে সাদা-কালোদের রানের চাকা সচল থাকে বেশ। তবে রনি বেশি দূর এগোতে পারেননি। দুই ছক্কা ও চারটি চারে ৩৯ বলে ৩৪ রান করে ফেরেন বাঁহাতি স্পিনার আরাফাত সানির বলে লেগ বিফোর হয়ে। ৫৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়ে যায় মোহামেডান।
এরপর দলকে এগিয়ে নিতে থাকেন হাফিজ ও রুবেল মিয়া। দুজনের ১১৪ রানের জুটি বড় রানের আশা দেখাচ্ছিল মোহামেডানকে। রুবেল অবশ্য ফেরেন ফিফটির পরই।
হাফিজ অবশ্য শুরু থেকেই ছিলেন খোলসে। ৫০ ছুঁতে তার বল লাগে ৮৮টি। এরপর অবশ্য রানের গতি বাড়ানোর চেষ্টা করেছেন। তাতে পরের ১২ বলে তুলতে পেরেছেন ২০ রান। এরপরই তানভির আহমেদের বলে ফেরেন তিনি।
মোহামেডান ব্যাটিংয়ের এরপরের গল্পটা অবশ্য হতাশার। বড় ভিত্তিটা কাজে লাগেনি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে। তবে শেষ দিকে মাহমুদউল্লাহর ৩৭ বলে ৪২ রানের ইনিংসে ভদ্রস্থ রূপ পায় মোহামেডানের ইনিংস। ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে দলটি তোলে ২৬৬ রান।
জবাবে মুনিম শাহরিয়ার ঝড় তোলেন শুরুতে। তবে ওপাশে নাইম শেখকে শুরুতেই রানআউটের খড়্গে হারায় আবাহনী। সঙ্গীকে হারানোর কিছু পরেই ফেরেন মুনিম। ২৫ বলে ৩১ রান করে তিনি যখন ফিরছেন, আবাহনীর রান তখন ৩২, উইকেট নেই দুটো।
এরপর ভারতীয় ব্যাটার হনুমা বিহারীর সঙ্গে জাকের আলির ৯৮ রানের জুটিতে পথের দিশা পায় আবাহনী। তবে বিহারী বিদায় নেন এরপর। তার বিদায়ের পর ক্রিজে নামেন আফিফ। এর কিছু পর জাকের আলিও ফেরেন সাজঘরে। পরের গল্পটা আফিফ আর মোসাদ্দেকের। আবাহনী অধিনায়কের ৩৭ বলে ৫২, আর আফিফের ৩৮ বলে ৪৮ রানের ইনিংসে অনায়াস জয়টা তুলে নেয় আবাহনী। এই জয়ের ফলে ৭ ম্যাচে ৫ম জয়ে ১০ পয়েন্ট ঝুলিতে পুরল দলটি, বর্তমানে ডিপিএলের পয়েন্ট টেবিলে ৩য় অবস্থানে আছে দলটি। আর মোহামেডান ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে অষ্টম অবস্থানে।
এনইউ