খালেদের হাত ধরে এলো দিনের প্রথম সফলতা

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৯ এপ্রিল ২০২২, ০২:৪৩ পিএম


খালেদের হাত ধরে এলো দিনের প্রথম সফলতা

দিনের শুরু থেকেই খালেদ আহমেদ ছন্দে ছিলেন বেশ। কাইল ভেরাইনার সঙ্গে জমে উঠেছিল তার কথার লড়াইও। ইনিংসের ৯৭তম ওভারে এক বিন্দুতে এসে মিলে গেল দুটো বিষয়ই। ভেরাইনাকে সাজঘরের রাস্তা দেখালেন খালেদ। বাংলাদেশ পেল দিনের প্রথম সফলতা।

ইনিংসের ৯৫তম ওভারে খালেদের এক বলে সামনে এগিয়ে এসে ডিফেন্ড করেছিলেন ভেরাইনা। সেটাই বাংলাদেশি পেসার আবার ছুঁড়ে মেরেছিলেন ভেরাইনার দিকে। তখন সেটা তার ডান হাতে গিয়ে আঘাত হানে। রেগেমেগে ভেরাইনা তেড়ে যাচ্ছিলেন খালেদের দিকে। পরে অধিনায়ক মুমিনুল, ব্যাটার ইয়াসির আলি ও আম্পায়ার মারাইস ইরাসমাসের হস্তক্ষেপে দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার শান্ত হন।

এরপরের ওভারেই অবশ্য খালেদ তুলে নেন ভেরাইনাকে। তার ফুলার লেন্থের বলটা ভেরাইনার রক্ষণ ভেঙে সোজা গিয়ে আঘাত হানে মিডল স্টাম্পের উপরের অংশে। দিনের সফলতা পায় বাংলাদেশ।

এনইউ

Link copied