১৫ মাস পর ফিরেই ৫ উইকেট নাঈমের

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৬ মে ২০২২, ০৩:৫৩ পিএম


১৫ মাস পর ফিরেই ৫ উইকেট নাঈমের

এমনিতেই সাড়ে তিন বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৭ টেস্ট। গায়ে সেঁটে গেছে টেস্ট ক্রিকেটারের তকমা। অনেকের মতে বাতিলের খাতায় নাম পড়ে গেছিল তার। মেহেদী হাসান মিরাজ যেমন উজ্জ্বল পারফরম্যান্স করছিলেন, তাতে নাঈম হাসানের ফেরার রাস্তাটা সুগম ছিল না। শুরুতে সুযোগ মিলেছিল না ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও। সেই মিরাজের চোট কপাল খুলে দেয় এই অফ স্পিনারের। ফিরেই ঘরের মাঠে বাজিমার নাঈমের।

নাঈমের কুইকার বুঝতেই পারেননি আসিথা ফার্নান্দো, বল সরাসরি আঘাত হানে উইকেটে। এর মাধ্যমে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই স্পিনার। দীর্ঘ ১৫ মাস পর আবার জাতীয় দলের জার্সিতে ফিরে ফাইফারে প্রত্যাবর্তন রাঙালেন নাঈম।

চট্টগ্রামের ছেলে নাঈম সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। এরপর দলের বাইরে ছিলেন। ইনজুরি আর অফ ফর্মের কারণে জায়গা পাকাপোক্ত করতে পারেননি। ৫ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন তিনি হারিয়ে যাননি।

মাত্র ১৭ বছর বয়সে ২০১৮ সালের ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ক্যাপ পান নাঈম। টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারের রেকর্ডটি এখনো নাঈমেরই দখলে। 

টিআইএস/এনইউ/এটি

Link copied