নির্বাচকদের মেয়াদ বেড়েছে, ৩ থেকে হচ্ছে ৫ জন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২২, ০৬:১০ পিএম


নির্বাচকদের মেয়াদ বেড়েছে, ৩ থেকে হচ্ছে ৫ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এতদিন ছিল ৩ জন নির্বাচক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে বাকি দুইজন ছিলেন হাবিবুল বাশার সুমন আর আব্দুর রাজ্জাক। এই ৩ জনের সঙ্গে নির্বাচক প্যানেলে বাড়ছে আরো ২ জন সদস্য। তাতে বোর্ডের নির্বাচকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫ জনে। একই সঙ্গে আগের ৩ জনের মেয়াদ বাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

আজ বৃহস্পতিবার বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে পাপন বলছিলেন, ‘আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। তো এখন আমাদের প্যানেলে তিনজন আছেন। আমরা ক্রিকেট অপারেশন্সকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘তবে অপারেশন্স (ক্রিকেট পরিচালনা) থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করব। তো এর সঙ্গে শুধু যুক্ত হয়েছে, আরও দুজন নির্বাচক বাড়ানো হবে।’

নাম ঘোষণা না হওয়া এই দুই নির্বাচক অবশ্য জাতীয় দলকে নিয়ে কাজ করবেন না বলে জানা গেছে। একজন বয়সভিত্তিক আর একজন সামলাবেন বাংলাদেশ টাইগার্স, ‘এ’ দল আর এইচপি মতো দল গঠনের দায়িত্ব। 

পাপনের বাখ্যা, ‘এখন যেটা হয়েছে, আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এতো। সেজন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো।’

গত ডিসেম্বরে শেষ হয়েছে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আর হাবিবুল বাশার সুমনের মেয়াদ। তাদের সঙ্গে আব্দুর রাজ্জাকের মেয়াদও বাড়েছে ২০২৩ পর্যন্ত।

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস আর টিম ম্যানেজার নাফের ইকবালের চাকরি স্থায়ী হয়েছে।

টিআইএস/এইচএমএ

Link copied