মিরাজ বললেন, ‘এমন না যে আমরা পারি না’

বাংলাদেশ দলের হয়ত সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তবে সময়কে নিজেদের পক্ষে আনার প্রত্যয় আছে, সামর্থ্যও আছে। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেওয়ার আগে এই বার্তাই দিয়ে গেলেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দেশ ছাড়ার আগে নিউজিল্যান্ড সফর থেকে অনুপ্রেরণা খুঁজে মিরাজ বললেন, উইন্ডিজ থেকে ভালো কিছু স্মৃতি নিয়েই ফিরতে চান।
৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফর করছে বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বিমানে চড়ার আগে আজ (সোমবার) বিমানবন্দরে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশেষ যখন ওয়েস্ট ইন্ডিজ যাই সেবার ২টি সিরিজ জিতেছিলাম- ওয়ানডে ও টি-টোয়েন্টি। সেই অভিজ্ঞতা খুবই মজার ছিল। ৪ বছর পর যাচ্ছি, অবশ্যই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব সবাই। টেস্টে আমরা হয়ত ইদানীং ভালো করছি না। তবে আমরা কামব্যাক করতে পারব। এমন না যে আমরা পারি না।’
চোটের কারণে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হয়নি মিরাজের। তবে উইন্ডিজ সফরের আগে আশার বাণী শোনালেন এই স্পিনিং অলরাউন্ডার, ‘গত সিরিজ ইঞ্জুরির জন্য খেলতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে রিকভারি করেছি। ফিজিও ও মেডিকেল বিভাগ খুব ভালো টেক কেয়ার করেছেন। তাদের দেওয়া শিডিউল অনুযায়ী কাজ করেছি। আল্লাহর রহমতে অনেকটা ফিট। অবশ্যই (প্রথম থেকেই খেলার মত অবস্থায় আছেন)। এখন তো আল্লাহর রহমতে পুরোপুরি ফিট।’
মুমিনুল হককে সরিয়ে টেস্টে ফের বাংলাদেশের অধিনায়ক এখন এখন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের, ‘অবশ্যই। এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছি তখন সাকিব ভাই-ই অধিনায়ক ছিল। এবারও সাকিব ভাই অধিনায়ক। ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব অবশ্যই।’
১৬ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের উইন্ডিজ মিশন। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।
এইচএমএ