সিলেটের জন্য সাকিব-মুশফিকদের প্রার্থনা

ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের পূর্বাঞ্চল। মানবিক বিপর্যয়ের সম্মুখীন সিলেট বিভাগের লাখো মানুষ। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। দুর্যোগের এই সময়ে বন্যার্তদের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মনও ভারাক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেকেই সিলেটের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, প্রার্থনা করেছেন।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখান থেকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সংকটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি সিলেটকে।’
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সংকটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি...
Posted by Shakib Al Hasan on Friday, June 17, 2022
ওয়েস্ট ইন্ডিজের দলের সঙ্গে থাকা পেসার খালেদ আহমেদের মন কাঁদছে তার জন্মভূমি সিলেটের জন্য। সেখান থেকেই অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি, ‘মহাবিপর্যয় বন্যায় আক্রান্ত আমার প্রিয় সিলেট। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ, বসতবাড়ি হারিয়েছেন অনেকেই। এই অবস্থায় দরিদ্র মানুষদের প্রয়োজন হয়ে পড়েছে ত্রাণ ও সাহায্যের। যে যার মতো তাদের সাহায্যে এগিয়ে আসি এবং প্রার্থনা করি।’
অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সকলে এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে-হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।’
টেস্টে বাংলাদেশের নতুন সহ-অধিনায়ক লিটন দাস উদ্ধার অভিযান বেগবান করতে আহ্বান জানিয়েছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ এবং উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মূহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’
Praying for Sylhet and other parts of our country affected by flooding. May Almighty Allah forgive us all and save us from this situation. Let us all seek forgiveness and pray for our loved ones.
Posted by Mushfiqur Rahim on Friday, June 17, 2022
কিছুদিন পরই হজ করতে সৌদি আরবে যাবেন মুশফিকুর রহিম। সেজন্য উইন্ডিজের বিপক্ষে সিরিজে অংশ নিচ্ছেন না। সিলেটবাসীর জন্য প্রার্থনা করে মুশফিক লিখেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করি।’
পেসার তাসকিন আহমেদ এবং রুবেল হোসেনেও সিলেটের বন্যার্তদের জন্য ব্যথিত।
এইচএমএ