বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল উইন্ডিজ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই ২০২২, ০১:০০ এএম


বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল উইন্ডিজ

বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ড অপেক্ষায় রেখেছিল দুই দলকে। অবশেষে অপেক্ষা ফুরিয়েছে। দুই অধিনায়ক নেমেছেন টস করতে। তবে টসভাগ্যটা মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গ দেয়নি। টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ।

পিচ পরিদর্শনের সময়ই জানা যাচ্ছিল, দীর্ঘক্ষণ কাভারে ঢেকে থাকার কারণে উইকেটে থাকবে খানিকটা আর্দ্রতা। আছে ঘাসের উপস্থিতিও, সে কারণে উইকেটে থাকতে পারে অসমান বাউন্সও। উইন্ডিজ সে ফায়দাটাই তুলতে চাইছে।

যদিও উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান বিষয়টি টসের সময় স্বীকার করেননি। মূলত 'নিরাপদে' থাকতেই নিয়েছেন এই সিদ্ধান্ত। পুরানের ভাষ্য, 'আমরা পিচের অবস্থা সম্পর্কে নিশ্চিত নই কারণ এটি কভারে ঢাকা ছিল। তাই আমরা বোলিং করতে চাইছি।'

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও জানালেন, টস জিতলে বোলিংই বেছে নিতেন তিনি। জানালেন, 'আমরাও আগে বল করতে চাইতাম। ওয়েস্ট ইন্ডিজ একটি ভালো টি-টোয়েন্টি দল এবং আমাদের ভালো খেলা উচিত। এটা একটা নতুন উইকেট। পরিস্থিতিটা দ্রুতই মূল্যায়ন করতে হবে আমাদের।'

এনইউ

Link copied