সাকিব বিদায় নিতেই বৃষ্টির বাগড়া, খেলা বন্ধ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই ২০২২, ০২:০৭ এএম


সাকিব বিদায় নিতেই বৃষ্টির বাগড়া, খেলা বন্ধ

ইনিংসের অষ্টম ওভারে উড়তে থাকা সাকিব আল হাসান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন ক্রিজে এসে সবে একটি বল খেলেছেন। এর পরেই আবার বৃষ্টির বাধা ডমিনিকায়। যার কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ আম্পায়াররা।

উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টির লড়াই। যার প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বৃষ্টির মুখে পড়তে হয় দুই দলকে। তবুও নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪৫ মিনিট পর খেলা শুরু হয়। পরে বেশ নির্বিঘ্নে খেলা চলছিল। তবে আগে ব্যাট করা বাংলাদেশের ইনিংসের ৭ ওভার ৪ বলের পর আবার বৃষ্টি হানা দেয়।

বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ১৬ ওভারে। কার্টেল ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা সফরকারী শিবিরে নিজেদের ইনিংসের শুরুটা দারুণ করে। সাকিবের ব্যাটিং ঝড়ে খেলা বন্ধ হওয়ার আগে এই ৭.৪ ওভারে টাইগাররা ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ৬০ রান। 

সাকিব ১৫ বলে ২৯ রান করে লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের বলে আউট হন।

টিআইএস/এনইউ

Link copied