দফায় দফায় সময় পরিবর্তন, বাংলাদেশের ম্যাচ নিয়ে শঙ্কা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই ২০২২, ০৯:০৭ পিএম


দফায় দফায় সময় পরিবর্তন, বাংলাদেশের ম্যাচ নিয়ে শঙ্কা

বাংলাদেশের দলের এবারের উইন্ডিজ সফর একেবারে ভালো যাচ্ছে না। ভাগ্য যেন বিমাতৃসুলভ আচরণ করছে। ক্যারিবীয় সফরে সফরকারীরা মাঠের পারফরম্যান্সে কিছুতেই মেলে ধরতে পারছে না নিজেদের। তার সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি বাগড়া। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও বৃষ্টির কারণে বিপত্তিতে পড়তে হয়েছে। বৃষ্টি পিছু ছাড়ছে না আজ রোববার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে।

তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার কথা ছিল টাইগারদের। সে হিসেবে ৭টায় হওয়ার কথা ছিল টস। তবে পরশু থেকে ম্যাচের ভেন্যু গায়ানায় বৃষ্টি। আজ অবশ্য সেই বৃষ্টি থেমেছে। তবে ভেজা আউটফিল্ডের কারণে দফায় দফায় মাঠ পরিদর্শন করেও ম্যাচ শুরুর সময় নির্ধারণ করতে পারছেন না ম্যাচ অফিশিয়ালরা। সব মিলিয়ে সিরিজের প্রথম ওয়ানডে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পরবর্তী সময় অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে আবার মাঠ পরিদর্শনে নামবেন দায়িত্বে থাকা আম্পায়াররা। এরপর জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। তবে ম্যাচ শুরু করা গেলেও সেটি আর পূর্ণ পঞ্চাশ ওভারে হবে না।

আগামী ১৩ ও ১৬ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামেই সিরিজের বাকি দুই ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

টিআইএস/এসএসএইচ

Link copied