প্রথম বলেই উইকেট পেলেন নাসুম

জিম্বাবুয়ে শুরুটা ভালোই করেছিল। শুরুর তিন ওভারে করে ফেলেছিল ২৯ রান। মঙ্গলবার হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের সেই সূচনায় লাগাম টেনে ধরলেন নাসুম। প্রথম বলেই পেলেন উইকেটের দেখা।
প্রথম ম্যাচে ইনিংসের শুরুর চার ওভারে অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যবহার করেছিলেন চার বোলারকে। তৃতীয় ম্যাচেও দেখা গেল একই দৃশ্য। চার ওভার করলেন চারজন ভিন্ন ভিন্ন বোলার।
এর কারণটা জিম্বাবুয়ের দারুণ শুরুর। প্রথম ওভারে মুস্তাফিজকে চার মেরে শুরু করেন রেজিস চাকাভা। এরপর তিন ওভার শেষেই স্বাগতিকরা তুলে ফেলল ২৯ রান।
দুই ওপেনার চাকাভা আর ক্রেইগ আরভিন যখন ঝোড়ো শুরুর আভাস দিচ্ছেন, তখনই চতুর্থ বোলার হিসেবে নাসুমকে আক্রমণে আনেন অধিনায়ক মোসাদ্দেক। আগের ম্যাচে না খেলা নাসুম শুরুতেই সাফল্য এনে দেন বাংলাদেশকে।
তার প্রথম বলে কভার অঞ্চল দিয়ে তুলে মারতে চেয়েছিলেন চাকাভা। শর্ট এক্সট্রা কভারে দারুণ লাফিয়ে উঠে ক্যাচ নিয়েছেন আফিফ হোসেন। তাতেই জিম্বাবুয়ে ২৯ রানে হারিয়ে ফেলে নিজেদের প্রথম উইকেট।
এনইউ/এটি
টাইমলাইন
-
০২ আগস্ট ২০২২, ২০:২৬
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জা বাংলাদেশের
-
০২ আগস্ট ২০২২, ১৮:৪৫
এক ইনিংসে দুই বার ব্যাট ভাঙল বার্লের
-
০২ আগস্ট ২০২২, ১৮:৩৩
বার্লের ঝড় শেষে নাগালেই বাংলাদেশের সিরিজ জয়ের চ্যালেঞ্জ
-
০২ আগস্ট ২০২২, ১৮:০৭
নাসুমের এক ওভারে ৩৪ রান বার্লের
-
০২ আগস্ট ২০২২, ১৭:৪৫
নাসুম-মেহেদির পর তাণ্ডব মোসাদ্দেক-রিয়াদের, বাংলাদেশ উড়ছে
-
০২ আগস্ট ২০২২, ১৭:২৯
মেহেদির জোড়া আঘাত, পাওয়ারপ্লে শেষে বিপদে জিম্বাবুয়ে
-
০২ আগস্ট ২০২২, ১৭:১৩
প্রথম বলেই উইকেট পেলেন নাসুম
-
০২ আগস্ট ২০২২, ১৭:০৮
অবশেষে বিশ্বকাপজয়ী ইমনের অভিষেক
-
০২ আগস্ট ২০২২, ১৬:৪১
আবারও টসে হার, ফিল্ডিংয়ে বাংলাদেশ