মেহেদির জোড়া আঘাত, পাওয়ারপ্লে শেষে বিপদে জিম্বাবুয়ে

নিজের দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেন শেখ মেহেদি হাসান। পাওয়ারপ্লেতে জিম্বাবুয়ে খুইয়ে বসেছে তিন উইকেট।
জিম্বাবুয়ে শুরুটা করেছিল ভালোই। তিন ওভার শেষে তুলে ফেলেছিল ২৯ রান। এরপরই নাসুম আঘাত হানেন জিম্বাবুয়ে ইনিংসে।
স্বাগতিকদের রানের চাকা কিছুটা থেমে যায় এরপরই। শেষ তিন ওভারে যে দলটা তুলেছে ১৬ রান। তবে বড় আঘাতটা টের পেয়েছে শেষ ওভারে।
নিজের দ্বিতীয় ওভার করতে আসা শেখ মেহেদি ওভারের দ্বিতীয় বলে তুলে নেন মাধেভেরেকে। তখনো অবশ্য অধিনায়ক আরভিন আর আগের দুই ম্যাচের পারফর্মার সিকান্দার রাজা ছিলেন উইকেটে। তাই জিম্বাবুয়ের বড় রানের আশাটাও টিকে ছিল বেশ।
জিম্বাবুয়ের সেই আশার পালটা ছিঁড়েছে পরের বলেই। উইকেটে এসেই আগ্রাসী হতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছেন সিকান্দার রাজা। ফলে জিম্বাবুয়ে পাওয়ারপ্লে শেষ করতেই খুইয়ে বসে ৩ উইকেট।
পরিসংখ্যান বলে পাওয়ারপ্লেতে একাধিক উইকেট খুইয়ে ফেলা মোটেও ভালো কিছুর আভাস দেয় না। যদি খুইয়ে বসেন তিন উইকেট, তাহলে শতকরা জয়ের হারটা নেমে আসে বিশের ঘরে। ফলে পাওয়ারপ্লেতে ৩ উইকেট খুইয়ে বড় বিপদেই পড়ে গেছে স্বাগতিকরা।
এনইউ/এটি
টাইমলাইন
-
০২ আগস্ট ২০২২, ২০:২৬
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জা বাংলাদেশের
-
০২ আগস্ট ২০২২, ১৮:৪৫
এক ইনিংসে দুই বার ব্যাট ভাঙল বার্লের
-
০২ আগস্ট ২০২২, ১৮:৩৩
বার্লের ঝড় শেষে নাগালেই বাংলাদেশের সিরিজ জয়ের চ্যালেঞ্জ
-
০২ আগস্ট ২০২২, ১৮:০৭
নাসুমের এক ওভারে ৩৪ রান বার্লের
-
০২ আগস্ট ২০২২, ১৭:৪৫
নাসুম-মেহেদির পর তাণ্ডব মোসাদ্দেক-রিয়াদের, বাংলাদেশ উড়ছে
-
০২ আগস্ট ২০২২, ১৭:২৯
মেহেদির জোড়া আঘাত, পাওয়ারপ্লে শেষে বিপদে জিম্বাবুয়ে
-
০২ আগস্ট ২০২২, ১৭:১৩
প্রথম বলেই উইকেট পেলেন নাসুম
-
০২ আগস্ট ২০২২, ১৭:০৮
অবশেষে বিশ্বকাপজয়ী ইমনের অভিষেক
-
০২ আগস্ট ২০২২, ১৬:৪১
আবারও টসে হার, ফিল্ডিংয়ে বাংলাদেশ