নাসুম-মেহেদির পর তাণ্ডব মোসাদ্দেক-রিয়াদের, বাংলাদেশ উড়ছে

নাসুম আহমেদ শুরুটা করে দিয়েছিলেন। এরপর মেহেদি হাসানের তোপে পাওয়ারপ্লেতেই তিন উইকেট খুইয়ে বসেছিল জিম্বাবুয়ে। এরপর মোসাদ্দেক হোসেন আর মাহমুদউল্লাহ রিয়াদরা স্পিন বিষে ঘায়েল করলেন আরও দুই জিম্বাবুইয়ানকে। এর ফলে ১০ ওভার না পেরোতেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে ফেলে বাংলাদেশ রীতিমতো উড়ছে।
মঙ্গলবার হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নাসুম-মেহেদির তোপে পাওয়ারপ্লেতে তিন উইকেট খুইয়ে ফেলা জিম্বাবুয়ে ইনিংস গড়ায় মন দিয়েছিল। তবে ইনিংসের নবম ওভার করতে এসে শন উইলিয়ামসকে ফিরিয়ে দেন অধিনায়ক মোসাদ্দেক। তার করা বল পেছনের পায়ে খেলতে গিয়ে উইলিয়ামস ক্যাচ দেন লেগ সাইডে ডিপে থাকা ফিল্ডার নাজমুল হোসেনকে। জিম্বাবুয়ে ৫৪ রানে হারিয়ে বসে ৪ উইকেট।
পরের ওভারে মোসাদ্দেক আক্রমণে আনেন মাহমুদউল্লাহকে। নাসুমের মতো তিনিও বাংলাদেশকে সাফল্য এনে দেন প্রথম বলেই। উইকেটটাও খুব গুরুত্বপূর্ণ একজনের।
ওপাশে একের পর এক ব্যাটসম্যানের আসা যাওয়ার মাঝেও জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন ছিলেন অবিচল, জিম্বাবুয়েকে দেখাচ্ছিলেন বড় রানের আশা। সেই আরভিনকেই ফেরান সাবেক বাংলাদেশ অধিনায়ক। তার বলে স্টাম্পিং হয়ে ফেরেন আরভিন। জিম্বাবুয়ে ১০ রানের ব্যবধানে হারিয়ে বসে চার উইকেট।
এনইউ/এটি
টাইমলাইন
-
০২ আগস্ট ২০২২, ২০:২৬
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জা বাংলাদেশের
-
০২ আগস্ট ২০২২, ১৮:৪৫
এক ইনিংসে দুই বার ব্যাট ভাঙল বার্লের
-
০২ আগস্ট ২০২২, ১৮:৩৩
বার্লের ঝড় শেষে নাগালেই বাংলাদেশের সিরিজ জয়ের চ্যালেঞ্জ
-
০২ আগস্ট ২০২২, ১৮:০৭
নাসুমের এক ওভারে ৩৪ রান বার্লের
-
০২ আগস্ট ২০২২, ১৭:৪৫
নাসুম-মেহেদির পর তাণ্ডব মোসাদ্দেক-রিয়াদের, বাংলাদেশ উড়ছে
-
০২ আগস্ট ২০২২, ১৭:২৯
মেহেদির জোড়া আঘাত, পাওয়ারপ্লে শেষে বিপদে জিম্বাবুয়ে
-
০২ আগস্ট ২০২২, ১৭:১৩
প্রথম বলেই উইকেট পেলেন নাসুম
-
০২ আগস্ট ২০২২, ১৭:০৮
অবশেষে বিশ্বকাপজয়ী ইমনের অভিষেক
-
০২ আগস্ট ২০২২, ১৬:৪১
আবারও টসে হার, ফিল্ডিংয়ে বাংলাদেশ