৫ বোলার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট ২০২২, ০১:০৫ পিএম


৫ বোলার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ম্যাচে হারের অন্যতম কারণ ছিল বোলার সংকট। জিম্বাবুয়ে রান তাড়ায় যখন এগোচ্ছিল তরতরিয়ে, তখন অধিনায়ক তামিম ভুগেছিলেন পঞ্চম বোলারের সংকটে। এরপর এবার দ্বিতীয় ওয়ানডেতে বোলারের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ। ৫ বোলার নিয়েই বাঁচা-মরার লড়াইয়ে নামছে সফরকারীরা।

জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডের দল থেকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। সে ম্যাচে চোট পেয়েছিলেন সফরকারীদের শীর্ষ দুই ব্যাটসম্যান-বোলার লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।

লিটনের সিরিজটাই শেষ হয়ে গেছে, শঙ্কা আছে এশিয়া কাপ নিয়েও। মুস্তাফিজের চোটটা অত বড় না হলেও দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাচ্ছেন না অধিনায়ক তামিম।

এর ফলে বাধ্য হয়ে বাংলাদেশ একাদশে আনতে হতো দুটো পরিবর্তন। লিটন দাসের বদলে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত, আর পেসার মুস্তাফিজের বদলে একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম।

প্রথম ওয়ানডেতে পঞ্চম বোলার হিসেবে মোসাদ্দেকের পারফর্ম্যান্স বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। সেদিন ৯.২ ওভারে ৭.১৭ গড়ে ৬৭ রান দিয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে আজ তার জায়গা হয়নি একাদশে। তার বদলে দলে এসেছেন হাসান মাহমুদ।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম

এনইউ

Link copied