দুর্ভাগ্যের কাটায় পড়ে বিদায় এনামুলের

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট ২০২২, ০২:১৭ পিএম


দুর্ভাগ্যের কাটায় পড়ে বিদায় এনামুলের

তামিম ইকবালের বিদায়ের পর সঙ্গী এনামুল হক বিজয়ও ফিরলেন। তবে বিজয়ের আক্ষেপটাই বেশি হওয়ার কথা। তার বিদায়টা যে হয়েছে দুর্ভাগ্যের কবলে পড়ে! ২৫ বলে ২০ রান করেন এনামুল। অনেকটা অসাবধানতায় রানআউট হয়ে ফেরেন  বিজয়। শান্তর স্ট্রেইট ড্রাইভে আউট হয়ে যান তিনি। স্ট্রেইট খেলেন শান্ত, বল নন স্ট্রাইক প্রান্ত দিয়ে যেতেই তানাকা চিভাঙ্গা স্পর্শ করেন বল, যা ভেঙে দেয় উইকেট। আর বিজয় তখন বক্স থেকে বেরিয়ে গেছেন! হতাশ করা এক আউট!

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৭ রান। উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মুশফিকুর রহিম। এর আগে ফিফটির পরই তামিম ফেরেন। ইনিংসের ১১তম ওভারে তানাকা চিভাঙ্গাকে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন তামিম। 

জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডের দল থেকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। সে ম্যাচে চোট পেয়েছিলেন সফরকারীদের শীর্ষ দুই ব্যাটসম্যান-বোলার লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।

লিটনের সিরিজটাই শেষ হয়ে গেছে, শঙ্কা আছে এশিয়া কাপ নিয়েও। মুস্তাফিজের চোটটা অত বড় না হলেও দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাচ্ছেন না অধিনায়ক তামিম।

এর ফলে বাধ্য হয়ে বাংলাদেশ একাদশে আনতে হতো দুটো পরিবর্তন। লিটন দাসের বদলে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত, আর পেসার মুস্তাফিজের বদলে একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম।

Link copied