থিতু হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন মুশফিকও

তামিম-বিজয়ের বিদায়ের পর নাজমুল হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে দারুণ নির্ভরতা দিচ্ছিলেন মুশফিকুর রহিম। থিতু হয়ে যখন বড় ইনিংসের সম্ভাবনা দেখাচ্ছিলেন দলকে তখনই ঘটল ছন্দপতন। ওয়েসলি মাধেভেরেকে স্লগ সুইপ করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি।
উইকেটে যখন এসেছিলেন, তখন মাত্রই দুই ওভারে দুই ওপেনারকে খুইয়েছে বাংলাদেশ। ওপাশে ছিলেন শান্ত, তাকে সঙ্গে নিয়েই ইনিংস গড়ায় মনোযোগ দিয়েছিলেন মুশফিক।
শুরু থেকেই মনোযোগী ছিলেন সিঙ্গেল-ডাবলস বের করায়। দ্রুত দুই উইকেট খুইয়ে ফেললে মাঝের ওভারে তো তা-ই করণীয়। চার মেরেছিলেন মোটে একটি। তবে রান আর বলের ব্যবধানটা ছিল অল্পই।
থিতু হওয়ার পর একটু হাত খুলতে চেয়েছিলেন। সেটাই কাল হয়েছে মুশফিকের জন্য। ২৪তম ওভারের প্রথম বলটা মাধেভেরে করেছিলেন অফস্টাম্পের একটু বাইরে। সেটা মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন মুশফিক। তবে ব্যাটে বলে হয়নি, মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩১ বলে ২৫ রানের ইনিংস খেলে সম্ভাবনাময় এক ইনিংসের অপমৃত্যু ঘটে তাতে।
এনইউ/এটি